মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

সংক্রান্তি মাস মাসপয়লা সৌরমাস চান্দ্রমাস তিথি রাশি রাশিচক্র


সংক্রান্তি  মাস  মাসপয়লা  সৌরমাস  চান্দ্রমাস  তিথি  রাশি রাশিচক্র























প্রণব কুমার কুণ্ডু


মাস।
যে দিন রাত্রি ১২টার মধ্যে বাংলা মাসের সংক্রান্তি হয়, তার পরের দিনই মাসের প্রথম দিন। সেটাই মাস পয়লা।
মূলত একটি সংক্রান্তির ঠিক পরের দিন থেকে পরের সংক্রান্তি পর্যন্ত সময়কে এক মাস বলে। সেটাই সৌরমাস।
স্থূল হিসাবে ৩০ দিনে হয় এক মাস। মাস বৎসরের ১২ ভাগের এক ভাগ। মাস শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ  উভয়ের মিলিত কাল।  মাস দুই প্রকার। চান্দ্রমাস এবং সৌরমাস।

চান্দ্রমাস।
শুক্ল প্রতিপদ থেকে আমাবস্যা বা কৃষ্ণ প্রতিপদ থেকে পূর্ণিনা পর্যন্ত কাল কে চান্দ্রমাস বলে। চান্দ্রমাস ৩০ তিথিতে গণিত মাস।

সৌরমাস।
সূর্যের এক রাশিতে অবস্থান কালকে সৌরমাস বলা।

তিথি।
তিথি চন্দ্রকলার ক্রিয়া উপলক্ষিত কাল।
তিথির সংখ্যা ১৫।
তিথি চন্দ্রকলার হ্রাসবৃদ্ধি দ্বারা সীমাবদ্ধ কাল।
তিথি চান্দ্রমাসের ৩০ ভাগের ১ ভাগ।
তিথির প্রণেতা চন্দ্র।

বৈদিক পঞ্জিকা অনুযায়ী, একটি চান্দ্রদিনকে তিথি বলে। চাঁদ ও সূর্যের মধ্যে ১২ ডিগ্রি দ্রাঘিমাকোণ বৃদ্ধির সময়কে একটি তিথির সময়কাল বলে ধরা হয়। তিথির সূচনার সময় দিন অনুযায়ী বদল হয়। তিথির মোট সময়কাল ১৯ ঘন্টার কাছাকাছি থেকে ২৬ ঘন্টার কাছাকাছি থাকে। ( উইকিপিডিয়া )

তিথির নামগুলি :
প্রথমা
দ্বিতীয়া
তৃতীয়া
চতুর্থী
পঞ্চমী
ষষ্ঠী
সপ্তমী
অষ্টমী
নবমী
দশমী
একাদশী
দ্বাদশী
ত্রয়োদশী
চতুর্দশী
পূর্ণিমা/অমাবস্যা

সূর্য এবং রাশি।
লক্ষ্য করা যায়, সূর্য পরিক্রমণ অনুসারে, সূর্য প্রতিটি রাশি অতিক্রম করতে একই সময় নেয় না। এ ক্ষেত্রে, সূর্যের এক একটি রাশি আতিক্রম করতে সময় লাগতে পারে  ২৯, ৩০, ৩১,  বা ৩২ দিন।
এই জন্যে প্রতি বছর বিভিন্ন বাংলা মাসের দিনসংখ্যা সমান হয় না ।
সেই কারণে বছর ঋতুভিত্তিক থাকে না !
বছরের পর বছর ধরে, একটু একটু করে সরে যায় !
ফলে এক একটি মাস ক্রমশ মূল ঋতু থেকে পিছিয়ে যেতে থাকে !

সংক্রান্তি।
বাংলা মাসের শেষ দিন। এদিন সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে সংক্রমণ হয়।

রাশি।
রাশি, আকাশে সূর্যের আপাত গতিপথের ১২টি কাল্পনিক ভাগ।
রাশিগুলি :
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন।
রাশির সংখ্যা ১২।

রাশিচক্র : ১২টি রাশিঘটিত কল্পিত বৃত্ত।

১লা বৈশাখ


১লা বৈশাখ























প্রণব কুমার কুণ্ডু



যে দিন রাত্রি ১২টার মধ্যে সূর্য ০ ( শূন্য ) ডিগ্রি দ্রাঘিমাংশে প্রবেশ করে, তার পরের দিনই ১লা বা পহেলা বা পয়লা বৈশাখ।

সংক্রান্তি


সংক্রান্তি























প্রণব কুমার কুণ্ডু



সংক্রান্তি।
বাংলা মাসের শেষ দিন।
সূর্ষের এক রাশিতে পরিক্রমণের শেষ দিন।