মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭

গঙ্গা শান্তনু ও রাজা প্রতীপের পৌরাণিক কাহিনী







                           লেখক



গঙ্গা শান্তুনু ও রাজা প্রতীপের পৌরাণিক কাহিনী

ছিঃ ছিঃ ছিঃ ! গঙ্গা, তুমি একি করলে !

উপরত, অপুত্রক, চন্দ্রবংশীয় রাজা, প্রতীপের রূপে গুণে বিমুগ্ধা ্হয়ে, তাঁর ভার্যা হ্ওয়ার বাসনায়, গঙ্গা তুমি, প্রতীপের দক্ষিণ ঊরুদেশে বসে, তোমার গিরিনিতম্বের  স্পর্শ দিয়ে, উন্মুক্ত স্তন খোলা রেখে, আকুতি কাকুতি নিয়ে, অসহায় হয়ে, প্রতীপের  রতি প্রার্থনা করলে !

গঙ্গা, তাঁর মা মেনকার গর্ভজাতা হিমালয়ের কন্যা ! গঙ্গা দেবীবিশেষ ! গঙ্গাদেবী !

দেখা যাচ্ছে, গল্পের খাতিরে তাঁরও 'কাম' জাগিয়ে তোলা হয়েছিল !

পুরুষের ডান ঊরু তো, অপত্যের, বা, পুত্রবধূর, কিংবা জামাতার অধিকারে !

বাম ঊরুতে উপবেশন করেন কামিনী ভার্যা !

রাজা গঙ্গাকে বললেন, ডান ঊরুতে বসেছ যখন, 'বরং তুমি অমার পুত্রবধূ হও' !

আমি  তোমার নিকট, আমার আগামী বংশের একজন পুত্রসন্তান লাভের, "বর" প্রার্থনা করছি !

গঙ্গা 'তথাস্তু' বলে, অন্তর্হিতা হলেন !

উপরত রাজা, 'উপরতি' রানি, মহান তপস্যা শুরু করলেন !

সেই উপরত-উপরতির সন্তান, বৃদ্ধ রাজা বৃদ্ধা রানির পুত্র, শান্তনু !

উপরত। নিবৃত্ত। বিরত। সংসার আসক্তি রহিত !
উপরতি। নিবৃত্তি। বিরতি।বৈরাগ্য ! কামনাবাসনার নিবৃত্তি !
রাজারানি দুজনেই, 'বিহিতকর্ম বিধিপূর্বক ত্যাগ' করে ফেলেছিলেন !
রানি ছিলেন, 'উপরতশোনিতা'। 'নিবৃত্তরজস্কা'।
দুজনেই ছিলেন, উপরতস্পৃহ, বিগতস্পৃহ, বীতরাগ !
তবে রাজা 'বীর্য'বান  ছিলেন !
পরে পুত্রকামনায়, রাজার মনে পরিবর্তন এসেছিল !
দেখা যাচ্ছে,  মহান তপস্যার ফলে, উপরতশোনিতা নিবৃত্তরজস্কা রানিরও গর্ভসঞ্চার হয়েছিল !



আতঃপর, গঙ্গা, ভরতবংশীয় নৃপতি,  শান্তুনুর পত্নী হলেন !

সেই গিরিনিতম্বে ভর দিয়ে, গঙ্গা, শান্তুনুর বাম ঊরুতে উপবেশন করলেন !

শান্তুনুর কাছে গঙ্গা, তাঁর, সেই অপ্রাপ্ত, অতৃপ্ত, রতিতৃপ্তি, প্রার্থনা করলেন !

শান্তুনু, সহাস্যে তা মেনে নিলেন !

এই গঙ্গার পুত্র, দেবব্রত  'ভীষ্ম' ! যদিও শান্তুনুর ঔরসে,  গঙ্গার আটটি পুত্র জন্মেছিল,  তবে, তাঁদের মধ্যে  কেবল  মাত্র  'দেবব্রত' বেঁচেছিল ! সে আলাদা পৌরাণিক গল্প !

আর গঙ্গার সতীন, সত্যবতী ! সত্যবতী, শান্তুনুর দ্বিতীয়া ভার্যা ছিল !


সত্যবতীর দুই পুত্র।
চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য !


শান্তুনু।
মহাভারতে বলা আছে, যে, শান্তনুর অঙ্গ স্পর্শে, জরাজীর্ণ  ব্যক্তিও, পুনরায়  যৌবন ও স্বাস্থ্য লাভ করতে পারত ! তাই, তিনি,'শান্তুনু' !


চিত্রাঙ্গদ।
শান্তুনুর মৃত্যুর পর, চিত্রাঙ্গদ রাজা ্হন ! রাজা হয়ে,  চিত্রাঙ্গদ, বিভিন্নদেশ জয় করেন ! রাজ্যবিস্তারও  করেন !
একদিন মৃগয়ায় গিয়ে, সরস্বতী নদীর ধারে, কুরুক্ষেত্রে, 'চিত্ররথ' নামক এক গন্ধর্বের সাথে যুদ্ধে, চিত্রাঙ্গদ মারা যান !


বিচিত্রবীর্য।
কাশীরাজ তনয়াদ্বয়, অম্বিকা ও অম্বালিকার সাথে বিচিত্রবীর্যের বিবাহ ্হয় !
বিচিত্রবীর্য আত্মসংযমী ছিলেন না !
যক্ষারোগগ্রস্থ হয়ে, অল্পবয়সে, ছেলেপুলে না রেখেই, মারা যান !
তবে যক্ষা জীবাণুঘটিত রোগ !
যক্ষার সাথে, আত্মসংযম-এর কি যোগসূত্র, বুঝতে পারা যাচ্ছে না !

এর পরের ঘটনাপ্রবহই, 'আসল মহাভারত'-এর শুরু !

রাজপরিবারের অন্দরমহলে, 'বেদব্যাস'-এর আগমন !



* প্রধান সূত্র  'বঙ্গীয় শব্দকোষ'।