যোধাবাঈ
শেয়ার করেছেন : প্রণব কুমার কুণ্ডু
...১৪০০ বছর আগে আরবের মাটিতে এক বর্বর তাঁর পালিত পুত্রের তালাক দেওয়া স্ত্রী'কে নিকাহ করে নিজের অঙ্কশায়িনী করেছিলেন।
...আর তাঁর সেই মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের দ্যা শাহেনশা আকবরও তার নিজ পুত্রের (জাহাঙ্গীর) স্ত্রী মানভাবতী বাই'কে নিজের যৌনসঙ্গীনী বানাতে কার্পণ্য করেননি।
...ওয়াও, এই না হলে "আকবর দ্যা গ্রেট"!
...হ্যাঁ, আর এই হতভাগিনীকেই আপনারা যোধাবাঈ বলে চেনেন।
...মুঘল হারেমে যোধাবাঈ-এর ২০ বছরের যৌন দাসীবৃত্তির ফসল হিসেবে একসময় খুশরু মির্জার জন্ম হলে, তার পিতৃত্ব নিয়েই প্রশ্ন উঠে।
...খুশরুর পিতা কে ??? আকবর না জাহাঙ্গীর ???
...এই নিয়ে রীতিমতো লড়াই বাঁধে দুই বিকৃতমস্তিষ্ক কামুক পিতা পুত্রের মধ্যে।
...জানেন কী ??? আকবরের ৪০ এর বেশী স্ত্রী এবং ৫০০০ যৌন দাসী'র মধ্যে কোথাও যোধাবাঈ'কে তার স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি ???
...ইতিহাসে লুক্কায়িত আছে যোধপুরের এক রাজপুত নাবালিকা নির্যাতিতার গুমরে মরা হাহাকারের শব্দ। যাকে বাধ্যতামূলকভাবে তার শ্বশুর (অন্তত ৩০ বছর) এবং স্বামীর (অন্তত ১৬ বছর) সঙ্গে বিছানা ভাগ করে নিতে হয়েছে। যে শব্দ এখনও রাজস্থানের পাথরের চোখে অশ্রু ঝরায়।
...পরিনতি ???
...পাষণ্ড বাপ-ব্যাটার নিরবিচ্ছিন্ন অজাচারে (Incest) ক্লান্ত বিধ্বস্ত হয়ে অবশেষে আত্মঘাতীনী হতে হয় সেই অভাগীকে।
...আর আজ সেই লাশের উপর দাঁড়িয়ে কিছু অমানুষ খুঁজে নিয়েছে তাদের "যোধা-আকবর" নামের মহান প্রেম কাব্যের কাসুন্দি এবং তারপরে মুম্বাইয়ে সিনেমাও বানিয়েছে এক কাল্পনিক কাহিনীর উপরে।
...এ সম্পর্কে বিশদে জানতে পড়ুন, ১) আইন-ই-আকবরী - আবুল ফজল। ২) আকবরনামা - আবুল ফজল। ৩) মুতাখাবুতাওয়ারিখ - বাদায়ুনী। ৪) তবকৎ-ই-আকবরী - নিজামুদ্দিন। ৫) আকবর দ্যা গ্রেট মুঘল - ভিনসেণ্ট আর্থার স্মিথ।
...এই তালিকায় স্যার যদুনাথ সরকার এবং ডঃ রমেশচন্দ্র মজুমদারের নামও দিতে পারতাম। কিন্তু ইচ্ছে করেই দিলাম না। কারণ তাদের নামের কারণে অনেক মানুষ (বামৈস্লামিক কমিউনিস্টরা) আবার তাদের তথ্যকে মানতেই চান না!
...©Ishtiaq Mahmood
Rezaul Manik
1টি কমেন্ট
লাইক করুন
কমেন্ট করুন
শেয়ার করুন
1টি কমেন্ট
- Pranab Kumar Kunduএকি কথা শুনি আজ ...©Ishtiaq Mahmood ওRezaul Manik এর ফেসবুক-এর পাতায় !
- লাইক করুন