সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

ব্যঙ্গমা-ব্যঙ্গমি ( গদ্য )


ব্যঙ্গমা-ব্যঙ্গমি ( গদ্য )




ব্যাঙ্গমা।ব্যাঙ্গমি।
রূপকথার, অপরূপ কথায়, মানুষের মতো, কথা বলা পাখি !

ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি, স্বপ্নের অলীক পাখি !

চোখে দেখা যায় না !

কানে, মানুষের মতো কথা বলা শোনা যায় না !

এমন কি সেই পাখির 'ডাক'-ও শোনা যায় না !

তবে পাখির, মানুষের মতো কথা বলা, পাখির 'ডাক', সেই পাখি দেখা, এইসব, অন্তরের অনুভবে, অনুভূত হয় !

হবে নাইবা কেন? কেননা, ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি, বাংলার রূপকথার পাখি ! স্বপ্নের অলীক পাখি ! হয়তো সবসময়
মানুষের মনে, করে ডাকাডাকি !

ব্যঙ্গমা-ব্যঙ্গমি, চোখে দেখা যায় না !

কানে, মানুষের মতো কথা বলা শোনা যায় না !

এমন কি, সেই পাখিদুটির  'ডাক'-ও শোনা যায় না !

তবে পাখিদুটির, মানুষের মতো কথা বলা, পাখিদুটির 'ডাক', সেই পাখি দেখা, এইসব, অন্তরের অনুভবে অনুভূত
হয় !

হবে নাইবা কেন ? কেননা, ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি, বাংলার রূপকথার পাখি ! স্বপ্নের অলীক পাখি !
হয়তো সবসময়ে, মানুষের মনে, করে ডাকাডাকি !




ভগবান বলে কথিত ( গদ্য )





ভগবান বলে কথিত ( গদ্য )


ভগবান বলে কথিত
শ্রীকৃষ্ণ
তাঁর মনের সংকল্প দ্বারাই, পৃথিবী, অন্তরীক্ষ ও স্বর্গকে বশে রাখতে পারতেন !

তিনি তাঁর, ইচ্ছাশক্তিতে, সমগ্র জগৎ, ভস্মীভূত করে দিতে পারতেন !

তিনি, কাল-চক্র ও জগৎ-চক্র ঘুরিয়ে দিতে সক্ষম হতেন !

তথাকথিত, ভগবান শ্রীকৃষ্ণই কাল, মৃত্যু এবং চরাচর জগতের একমাত্র অধীশ্বর হতে পারতেন !

কিন্তু এসব তিনি, কিছুই করে উঠতে  পারেন নি !

এক দ্রৌপদীর প্রেমে, বিভোর হয়ে, তিনি,  কাল কাটিয়েছিলেন !

ফাঁকতালে, এক ফালতু ব্যাধের তিরে, মাত্র একশো পঁচিশ বছর বয়সে, প্রাণ হারিয়ে, শহিদ হয়েছিলেন !

শহিদ হয়ে,  তিনি, সরাসরি, নরকে পৌঁছেছিলেন !




* কবিতার পটভূমি, 'তত্ত্ববিবেচনী', পৃষ্ঠা ৩৬১।

Baral Asima-এর পোস্ট












Baral Asima-এর পোস্ট         শেয়ার করেছেন            প্রণব কুমার কুণ্ডু

বানসালি ভাই,  হিম্মত থাকলে নবির আয়শা কে নিয়ে ফিল্ম বানান, নবিজির পালিত পুত্র, জায়নাব-এর বউ নিয়ে ফ্লিম বানান ।
পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম কাহিনী হবে ।

রানি পদ্মাবতী


রানি পদ্মাবতী


অসীমা বড়াল-এর পোস্ট         শেয়ার করেছেন         প্রণব কুমার কুণ্ডু
বানসালী সাহেব ---- যদি সত্যিই আপনাকে প্রেম কাহিনী নিয়ে মুভি করতে হয়,  তো,  আলাউদ্দীন খলজীর মেয়ে "ফিরোজা",  যিনি রাজকুমার বিরমদেবের প্রেমে পাগল ছিলেন --- তৈরী করুন না মুভি!

ঔরঙ্গজেবের মেয়ে কুমার ছত্রসালের প্রেমের পাগল ছিলেন! ঔরঙ্গজেবের নাতনী সফিউন্নিসা রাজকুমার অজিত সিংহের প্রেমে পাগল ছিলেন! বানান আপনার ঐতিহাসিক প্রেম কীহিনী!

নুর খুরাসনের কন্যা -- যিনি সম্রাট বিন্দুসারের দিওয়ানী ছিলেন! বানান আপনার প্রেম কাহিনী --- আছে হিম্মত?

ইল্তুতমিশার মেয়ে রাজপুত জাগীরদার চন্দ্রের প্রেমে পাগল ছিলেন! বানান আপনার প্রেম কাহিনী!

ঔরঙ্গজেবের বোন,  ছত্রপতি শিবাজীর প্রেমে পাগল! ঔরঙ্গজেব সম্বন্ধ নিয়ে গিয়েছিলেনও --- শিবাজী মানা করেছিলেন! বানান প্রেম কাহিনী!

বানসালী সাহেব --- রাণী পদ্মাবতী এক বীর ক্ষত্রিয় রাণী --- যিনি সতীত্ব রক্ষা করার জন্যে জোহর করেছিলেন! উনি কোন নর্তকী ছিলেন না।

রাণী পদ্মিনী সমস্ত সনাতন ধর্মের এর গৌরব গাথা।

একটু শুধু জ্বলন্ত মোমবাতির উপরে হাত রাখুন --- বুঝতে পারবেন জোহর কি জিনিস!

রাণী পদ্মাবতী 16000 সঙ্গিনীকে নিয়ে অগ্নি স্নান করেছিলেন --- তখন হিন্দু সনাতন ধর্মের হৃদয়ে ভয়ানক বেদনা দিয়েছিল।

মানছি বানশালী সাহেব,  ছবিটা বানিয়েছেন একবছরে ঘাম ঝরিয়ে, কিন্তু,  রাজপুত হিন্দুরা শত শত বছর ধরে ইতিহাসটা লিখেছে রক্ত ঝরিয়ে।
আর সেই ইতিহাস ১% বিকৃত হলে কষ্ট হওয়াটা স্বাভাবিক।

তাই আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়াই ভালো।

জলদি সমাধান না হলে এই প্রতিবাদ আগুন হয়ে ঝরবে ।