আবোল-তাবোল
শেয়ার করেছেন প্রণব কুমার কুণ্ডু।
যে ভাষায় আমের নাম হিমসাগর
আর গ্রামের নাম বীরসিংহ
ফুলের নাম অপরাজিতা
আর দুলের নাম ঝুমকো
পাখির নাম বউকথাকও
আর ফাঁকির নাম দেশভাগ
মিষ্টির নাম বালুসাই
আর বৃষ্টির নাম ইলশেগুঁড়ি
মাছের নাম রূপচাঁদা
আর গাছের নাম শিশু
কবির নাম জীবনানন্দ
আর ছবির নাম সাড়ে চুয়াত্তর
কাজির নাম নজরুল
আর পাজির নাম পাঝাড়া
ঋতুর নাম হেমন্ত
আর থিতুর নাম বিবাহিত
মাসের নাম শ্রাবণ
আর ঘাসের নাম দূর্বা
গানের নাম ভাটিয়ালী
আর ধানের নাম বিন্নি
খেলার নাম গোল্লাছুট
আর ঠেলার নাম বাবাজি
সুরের নাম রামপ্রসাদি
আর গুড়ের নাম নলেন
রেলের নাম কাঞ্চনকন্যা
আর তেলের নাম জবাকুসুম
দাদার নাম ফেলু
আর ধাঁধার নাম শুভঙ্করী
হাসির নাম খিলখিল
আর বাঁশির নাম মোহন
যুদ্ধের নাম মুক্তি
আর বুদ্ধের নাম অমিতাভ
প্রেমের নাম দেবদাস
আবার প্রেমের নাম পরকীয়া
নদীর নাম কীর্ত্তনখোলা
আর যদির নাম দিবাস্বপ্ন
রোগের নাম সন্ন্যাস
আর যোগের নাম মণিকাঞ্চণ
সাপের নাম শঙ্খচূড়
আর বাপের নাম আপনি বাঁচলে ..
তাকে ভালো না বেসে পারি?
আর গ্রামের নাম বীরসিংহ
ফুলের নাম অপরাজিতা
আর দুলের নাম ঝুমকো
পাখির নাম বউকথাকও
আর ফাঁকির নাম দেশভাগ
মিষ্টির নাম বালুসাই
আর বৃষ্টির নাম ইলশেগুঁড়ি
মাছের নাম রূপচাঁদা
আর গাছের নাম শিশু
কবির নাম জীবনানন্দ
আর ছবির নাম সাড়ে চুয়াত্তর
কাজির নাম নজরুল
আর পাজির নাম পাঝাড়া
ঋতুর নাম হেমন্ত
আর থিতুর নাম বিবাহিত
মাসের নাম শ্রাবণ
আর ঘাসের নাম দূর্বা
গানের নাম ভাটিয়ালী
আর ধানের নাম বিন্নি
খেলার নাম গোল্লাছুট
আর ঠেলার নাম বাবাজি
সুরের নাম রামপ্রসাদি
আর গুড়ের নাম নলেন
রেলের নাম কাঞ্চনকন্যা
আর তেলের নাম জবাকুসুম
দাদার নাম ফেলু
আর ধাঁধার নাম শুভঙ্করী
হাসির নাম খিলখিল
আর বাঁশির নাম মোহন
যুদ্ধের নাম মুক্তি
আর বুদ্ধের নাম অমিতাভ
প্রেমের নাম দেবদাস
আবার প্রেমের নাম পরকীয়া
নদীর নাম কীর্ত্তনখোলা
আর যদির নাম দিবাস্বপ্ন
রোগের নাম সন্ন্যাস
আর যোগের নাম মণিকাঞ্চণ
সাপের নাম শঙ্খচূড়
আর বাপের নাম আপনি বাঁচলে ..
তাকে ভালো না বেসে পারি?
ভাবা যায়,
এই রূপসী বাংলার
মধুমাখা ভাষা নিয়ে
কী মিষ্টি সব বচন
একেবারে বাণী হয়ে ঘুরছে
অন্তর্জালে
অনেকটা ভাইরালের মতন।
মাতৃভাষার একান্ত ভক্ত
বন্ধু শিশির রায়
করেছেন
এমন মধুর সম্ভাষণ!
একটুও বাড়িয়ে বলা নয়,
আসলে এই তো আমাদের বাংলাভাষা
হৃদয়ের স্পন্দন।
এই রূপসী বাংলার
মধুমাখা ভাষা নিয়ে
কী মিষ্টি সব বচন
একেবারে বাণী হয়ে ঘুরছে
অন্তর্জালে
অনেকটা ভাইরালের মতন।
মাতৃভাষার একান্ত ভক্ত
বন্ধু শিশির রায়
করেছেন
এমন মধুর সম্ভাষণ!
একটুও বাড়িয়ে বলা নয়,
আসলে এই তো আমাদের বাংলাভাষা
হৃদয়ের স্পন্দন।