একজন জিজ্ঞাসা করল-----
" মৌলভী সাহেব, জান্নাতে কে যাবে? "
মৌলভী :----"মুসলমান'
"কোন মুসলমান- শিয়া না সুন্নী?"
মৌলভী :-"বেশক সুন্নী জনাব"
আচ্ছা সুন্নী তো দুই রকমের, মুকল্লিদ আর গের-মুকল্লিদ ?
মৌলভী :-- "মুকল্লিদ"
আচ্ছা মুকল্লিদের তো চার ভাগ । ওদের মধ্যে কে জান্নাতে যাবে?
মৌলভী :--" হানফি যাবে জান্নাতে, আরকিছু?"
না মানে হানফি র তো দুটো ভাগ- দেববন্দী আর বরেলবী?
মৌলভী বলল :-" দেববন্দী যাবে জান্নাতে"।
ধন্যবাদ, কিন্তু দেববন্দী র দুটো ভাগ- হায়াতি আর মমাতি। তো এদের মধ্যে কোন দেববন্দী যদি তা যদি একটু খুলে বলেন?
এরপর মৌলভী উধাও।
হিন্দুদের জাতি/বর্ণ ভেদ নিয়ে চর্চা করা মুসলিমদের জাতিভেদ নিয়ে একটু জ্ঞান রাখা ভালো।
সংগৃহীত