সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

ঈশ্বরের ছোঁওয়া


ঈশ্বরের ছোঁওয়া



ঈশ্বরকে ডাকলে, ঈশ্বর কাছে আসেন !

তবে দশ আঙ্গুল দূরে দাঁড়িয়ে থাকেন !

ঈশ্বরের মহান শক্তি !

Very High Voltage Potential Difference !

ঈশ্বর ছুঁয়ে দিলে, মানুষ, উচ্চ বিভবের তড়িতাহতের মতন, বজ্রাহত হয়ে, নিঃশব্দে,  মুহূর্তে মারা যান ! ভস্মীভূত হয়ে,  বাষ্পীভূত হয়ে যান !

ঈশ্বরলোকে, চলে যান !







* সূত্র : 'সংক্ষিপ্ত শিবপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ৪২১।

হৃদয়ের প্রাণবায়ু


হৃদয়ের প্রাণবায়ু



আমাদের হৃদয়ের প্রাণবায়ু, সদা-সর্বদা, আমাদের দেহের অভ্যন্তরের অগ্নিকে, মৃদু ভাবে উদ্দীপ্ত করে !

বা্যুতে অক্সিজেন থাকে, অক্সিজেন, অগ্নির মৃদু দহনে সহায়ক হয় !

এই বায়ু, শরীরের ভিতরে এবং শরীরের বাইরে, যাতায়াত করে !

জ্ঞান
বিজ্ঞান
উৎসাহ
এই সবেরই প্রবৃত্তি, এই বায়ু থেকেই হয় !



* সূত্র : 'সংক্ষিপ্ত শিবপুরাণ' গীতা প্রেস, পৃষ্ঠা ৪২১।

জয়-বিজয়


জয়-বিজয়



বিষ্ণুলোক, অর্থাৎ,  বৈকুণ্ঠ-এর  দারোয়ান, জয়-বিজয়,  ব্রাহ্মণ-সনকদের অভিশাপে, হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু নাম ধরে, অসুর হিসাবে, মর্ত্যে জন্মগ্রহণ করেছিলেন !

দু'জনেই ছিলেন সমর নিপুণ ও বিখ্যাত যোদ্ধা !

হিরণ্যাক্ষকে বধ করার জন্য, ভগবান শ্রীবিষ্ণু বরাহরূপ অবতার ধারণ করেছিলেন !

হিরণ্যকশিপুকে বধ করার জন্য, ভগবান শ্রীবিষ্ণু নৃসিংহরূপ অবতার ধারণ করেছিলেন !

জয়-বিজয়-ই অাবার, মহাবীর ও অমিত বিক্রম, রাবণ ও কুম্ভকর্ণ রূপে, জন্মগ্রহণ করে, দেবতাদেরও পরাজিত করেছিলেন !
তাঁদের বিরত্বের কথা, পৃথিবী শুদ্ধ লোক জানে !

ব্রাহ্মণদের অভিশাপ কি বস্তু,  তা আলোচ্য আখ্যান থেকে, জানা গেল !

সুতরাং, ব্রাহ্মণদের থেকে সাবধান !



* সূত্র : 'শ্রীরামচরিতমানস', গীতা প্রেস, পৃষ্ঠা ১৬৩-১৬৫।