রবিবার, ১ জানুয়ারী, ২০১৭

বাহরাইন


Birds_in_Al-Areen_Wildlife_Park.jpg (683×1024)


Birds_in_Al-Areen_Wildlife_Park.jpg (683×1024)




বাহরাইন


আমার কবিতার 'পৃষ্ঠাদর্শন'-এ, এখন, 'বাহরাইন'-এর নাম অন্তর্ভুক্ত হয়েছে !

তবে, 'গদ্যরচনা'র ক্ষেত্রে, বাহরাইন-এর নাম, এখনো অন্তর্ভুক্ত হয় নি !

বাহরাইন, মধ্যপ্রাচ্যের একটি দ্বীপ রাষ্ট্র।
পূর্বে সৌদি আরব।
পশ্চিমে কাতার।
বাহরাইন-এর বৃহত্তম শহর এবং রাজধানী, 'মানামা'।
বাহরাইন, বৃটিশ প্রভাবিত ছিল, এবং, ১৯৭১ সালে, স্বাধীনতা পায় !
বাহরাইনে রাজতন্ত্র রয়েছে।
একজন  'খলিফা' দেশের প্রধানমন্ত্রী।
রাজার ছেলে, সেনাবাহিনীর কমাণ্ডার !
বাহরাইনে, 'শিয়া' সম্প্রদায়ভুক্ত মুসলিমদের সংখ্যা, 'সুন্নি'দের থেকে প্রায় দ্বিগুণ !
তবে 'সুন্নি'রা বাহরিনে সরকার নিয়ন্ত্রণ করে। !                                                             বাহরাইন-এর স্থানীয়  ফ্লেমিনগো ।       Flamingo.
১৯৩০ সাল থেকে, দেশটি,
খনিজ তেলের ওপর ভিত্তি করে, দেশের অর্থনীতি চাঙ্গা করে তোলে ! তবে ১৯৮০তে সেই তেল একদম ফুরিয়ে যায় !
বাহরাইনের সরকার চালায়, সাংবিধানিক রাজতন্ত্র !
দেশটায় প্রধানমন্ত্রী রয়েছে !

পাঁচহাজার বছর আগে, বাহরাইনের সঙ্গে, আমাদের সিন্ধু অববাহিকা অঞ্চলের  বাণিজ্যিক  যোগাযোগ ছিল !

'আরবি' ভাষা, বাহরাইনের সরকারি ভাষা !
তবে উর্দুভাযা হিন্দিভাষারও চল আছে !
বাংলাভাষা জানা কতজন লোক আছে, তা জানা যায়নি !
বাহরাইনে, হিন্দু বৌদ্ধ শিখ বাহাই প্রভৃতি ধর্মের লোক আছে !
ইহুদি আছে ! খ্রিস্ট ধর্মাবলম্বী লোক আছে !

তবে  ৯৯%  লোক মুসলমান। তাদের  মধ্যে ৭০%  শিয়া সম্প্রদায়ভুক্ত।

বাহরাইন রাষ্ট্রটি, আরব উপদ্বীপের পূর্বউপকূল থেকে, মাত্র ২৪ কি.মি. দূরে, পারস্য উপসাগরে অবস্থিত !
বাহরাইন, ৩২টি  দ্বীপের সমষ্টি !
আট  লক্ষের ওপর জনসংখ্যা।

বাহরাইন এক সময়ে মুক্তোর জন্য বিখ্যাত ছিল !
পরিসীমা ৭৬৫ বর্গ কি. মি. ।
ইংরেজি বানান  BAHRAIN.  

বাহরাইন-এর স্থানীয়  ফ্লেমিনগো।


                      বাহরাইন-এর স্থানীয়  ফ্লেমিনগো।                       Flamingo.


Birds_in_Al-Areen_Wildlife_Park.jpg (683×1024)

DEMAND




DEMAND


COUNTRY SHOULD ARRANGE FOR PAINLESS DELIVERY TO ALL PREGNANT WOMEN !


PRANAB KUMAR KUNDU.

আত্মার গুণ




আত্মার গুণ


আত্মার গুণ ! আত্মগুণ ! সেটা আত্মোৎকর্ষ !

আত্মার চোদ্দো প্রকার গুণ !

১। বুদ্ধি
২। হর্ষ
৩। অভিলাষ
৪। চেষ্টা
৫। ঘৃণা
৬।পরিমাণ
৭। সংখ্যা
৮। মিলন
৯। বিচ্ছেদ
১০। বিরহ
১১। গুণবিহীনতা
১২। ধারণা
১৩। মেধা
১৪। স্মৃতি

এক এক করে, মিলিয়ে দেখুন,  ঐ চোদ্দোপ্রকার গুণের সাথে,  আপনার নিজস্ব গুণগুলোর,  কোন সাদৃশ্য আছে কিনা !

সাদৃশ্য। আনুরূপতা। একরূপতা। তুল্যতা।

কালীপূজার দিন, বা, কালীপূজার আগের দিন, 'চতুর্দশী' তিথিতে,  'চোদ্দো শাক'  খেলে,  ঐ চোদ্দোপ্রকার গুণ,  বাড়তে পারে কিনা !