পরমেশ্বরের আকুতি ( গদ্যরচনা )
মানুষেরা যজ্ঞের দ্বারা দেবতাদের সংবর্ধন করো !
দেবতারা তোমাদের উন্নত করবেন !
তোমাদের মানোন্নয়ন হবে !
এইভাবে নিঃসার্থভাবে, পরস্পর পরস্পরের সংবর্ধন দ্বারা, মানুষদের এবং দেবতাদের পরমকল্যাণ হবে !
মানুষদের পরমকল্যাণ হলে, মানুষেরা দেবতায় উন্নীত হবেন !
দেবতাদের পরমকল্যাণ হলে, দেবতারাও, ঈশ্বরের এবং পরবর্তিতে, পরমেশ্বরের উন্নত স্থিতিতে, চলে যাবেন !
সকল দেবতারা, উন্নত স্থিতিতে চলে গেলে, আর দেবতাদের খুঁজে পাওয়া যাবে না !
তখন দেবতাহীন হয়ে, আমাকে আপনাকে, দিন গুজরান করতে হবে !
* সুত্র 'গীতা', ৩/১১।