রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

রামায়ণের খণ্ডচিত্রে বিবাহ


রামায়ণের খণ্ডচিত্রে বিবাহ



রামের সাথে রাজর্ষি জনকের কন্যা সীতাদেবীর বিবা্হ !
রাজর্ষি জনকের নাম  'সীরধ্বজ'।
সীর। লাঙ্গল।
জনক। 'জনক রাজ্যের' রাজার উপাধি !
জনক। মিথিলাধিপতি !

কুশধ্বজ, রাজর্ষি জনকের সহোদর ভ্রাতা !
কুশধ্বজ-এর জ্যেষ্ঠা কন্যা, মাণ্ডবীদেবীর সাথে, ভরতের বিবাহ !

সীতাদেবীর সহোদরা ভগিনী, ঊর্মিলাদেবীর সাথে, লক্ষ্মণের বিবা্হ !

কুসধ্বজ-এর কনিষ্ঠা কন্যা, শ্রুতকীর্তিদেবীর সাথে, শত্রুঘ্নের বিবা্হ !

 রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, এঁদের বিবাহ, একই পারিবারিক পরিচিতির গণ্ডির মধ্যে !

বিবাহের প্রথম এবং প্রধান উদ্যোক্তা, বিশ্বামিত্র মুনি !

বিবাহের অনুষ্ঠান পরিচালনা করেন, বশিষ্ঠ মুনি !

জনক। নিমি থেকে জন্ম হেতু,  'জনক' !

বিদেহ নিমি থেকে জাত বলে, জনকের আর এক নাম, 'বৈদেহ' !

মৃত নিমির দেহমন্থনে উৎপত্তি হেতু,  'মিথিল' !

মিথিলা রাজ্য, রাজা জনকের নির্মিত !

আবার, অন্য মতে, মিথিলরাজ, হ্রস্বরোমার পুত্র ! ইনি কুশধ্বজের জ্যেষ্ঠ ভ্রাতা ! সীতা এঁনার পালিতা কন্যা !

জনক,  ব্রহ্মবিৎ এবং রাজর্ষি ছিলেন !

যাজ্ঞবল্ক্য, এঁনার সভায় নিয়মিত অবস্থান করতেন !

'মিথিপুত্র', রাজর্ষি জনকের পূর্বপুরুষ ছিলেন !



* তথ্যসূত্র : 'শ্রীরামচরিতমানস', পৃষ্ঠা ৪০৫। ব.শ.কো., পৃষ্ঠা ৯২০।


শিব [ চার ]


শিব [ চার ]



পর্বতরাজ হিমালয়ের সঙ্গে, পিতৃগণদুহিতা, মেনকার বিবাহ হয় !
মেনকার গর্ভে, মৈনাক নামক পর্বত-পুত্র, এবং,  গঙ্গা ও উমা নাম্নী দু'ই কন্যার জন্ম হয় !

গঙ্গা ও উমা, দু'ই সহোদরা বোন !

শিবের সঙ্গে, গঙ্গা ও উমা, এই দুই হিমালয়-মেনকার কন্যার,  বিবা্হ হয় !



*সুবল/১৩১১৯।

হিমাজ্ব


হিমাব্জ



হিমাব্জ !
হিমকালজাত পদ্ম !
হিমালয়জাত পদ্ম !
ওটা নীলোৎপল !
নীল পদ্ম !
হনুমান, হিমালয় থেকে,  এনে দিয়েছিলেন,  ১০৮টি  নীলপদ্ম !

দুর্গার অকাল বোধনের পূজার জন্যে, যা, শ্রীরামচন্দ্রের প্রয়োজনে পড়েছিল !



*ব,শ.কো./২৩৬৫।




হিমালয়


হিমালয়



হিমালয়, পর্বতদের রাজা।
হিমালয়কে, হিমাদ্রিও বলা হয়।
হিমালয়, নানাপ্রকার ধাতুর খনি।

হিমালয় শুভ।

হিমালয়কে, দিব্যদেহ ধারণ করিয়ে, সর্বাঙ্গসুন্দর রমণীয় দেবতা হিসাবে রূপ দেওয়া হয়েছে।

বলা হয়, হিমালয়, ভগবান বিষ্ণুর অংশোদ্ভূত !

তুষার মণ্ডিত হিমালয়।

হিমালয় ভগবান শিবের, অত্যান্ত প্রিয় তপস্যার স্থান।

যোগী-মহাযোগিদেরও !

আর সাধারণ মানুষদের বেড়াবার জায়গা।

হিমালয়, শিবের শ্বশুর মশাই !

শিবের বাসস্থান কৈলাস।

কৈলাস পর্বতও হিমালয়ের একটি শৃঙ্গ !

শিবের নিবাসস্থল বলে, কৈলাস, হিন্দুদের ক্ষেত্রে, সর্বপ্রধান লৌকিক ও বাস্তবিক, তীর্থস্থান ! কৈলাস পর্বতের বাস্তব অস্তিত্ব আছে ! কৈলাস পর্বত অলৌকিক অবাস্তব নয় ! কৈলাস  'শিবলোক' ! কৈলাস পর্বতের পাদদেশে তীর্থযাত্রিরা পৌঁছতে পারেন ! কৈলাস পর্বতকে বেষ্টন করে, একটি পায়ে চলা পাহাড়ি পধ আছে ! সেই পথটি পরিভ্রমণ করতে সাধারণ তীর্থযাত্রিদের, সাধারণত তিন সপ্তাহের বেশি সময় লাগে !



*শিবপুরাণ/১৬২। সুবল/১৩১৯।

শিবলিঙ্গের পূজা


শিবলিঙ্গের পূজা



শিবলিঙ্গের পূজা করার অধিকার, নারী পুরুষ নপুংসক, সকলেরই আছে !

শাস্ত্রীয় অধিকার যখন রয়েছে, তখন শিবলিঙ্গ পূজায়, পুরুতের প্রয়োজন অপ্রাসঙ্গিক !

ব্রাহ্মণ
ক্ষত্রিয়
বৈশ্য
শূদ্র
অনুলোম
বা বিলোম সঙ্করদেরও, শিবলিঙ্গের পূজার,  সেই অধিকার আছে !

ব্রাহ্মণেরা, বৈদিক মন্ত্রে পূজা করবেন !

অব্রাহ্মণেরা এবং নিম্নবর্গীয়রা, তান্ত্রিক মন্ত্রে পূজা সারবেন !



* তথ্যসূত্র : 'সংক্ষিপ্ত শিবপুরাণ', পৃষ্ঠা ৫৩।

লেখকের সংযোজন---
লেখকের মতো লোক,  কিছুই করবেন না,  না বৈদিক মতে পূজা, না তান্ত্রিক মতে পূজা !

লেখকের অতিরিক্ত সংযোজন---
শিবলিঙ্গ পূজা, বা শিবসতী লিঙ্গ পূজা,  বা শুধু লিঙ্গ পূজা,  যদি করতেই হয়, তাহলে, মনুষ্য-মনুষী লিঙ্গই তো, আছে, লেখকের জানা !

লেখকের তদ্-অতিরিক্ত সংযোজন---
ওখানেই লেখক, ফুল ছড়াবেন, কয়খানা !

তার বাইরেও সংযোজন---
অন্যেরা কে কী করবেন, তা লেখকের, সম্পূর্ণরূপে অজানা !