রামায়ণের খণ্ডচিত্রে বিবাহ
রামের সাথে রাজর্ষি জনকের কন্যা সীতাদেবীর বিবা্হ !
রাজর্ষি জনকের নাম 'সীরধ্বজ'।
সীর। লাঙ্গল।
জনক। 'জনক রাজ্যের' রাজার উপাধি !
জনক। মিথিলাধিপতি !
কুশধ্বজ, রাজর্ষি জনকের সহোদর ভ্রাতা !
কুশধ্বজ-এর জ্যেষ্ঠা কন্যা, মাণ্ডবীদেবীর সাথে, ভরতের বিবাহ !
সীতাদেবীর সহোদরা ভগিনী, ঊর্মিলাদেবীর সাথে, লক্ষ্মণের বিবা্হ !
কুসধ্বজ-এর কনিষ্ঠা কন্যা, শ্রুতকীর্তিদেবীর সাথে, শত্রুঘ্নের বিবা্হ !
রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, এঁদের বিবাহ, একই পারিবারিক পরিচিতির গণ্ডির মধ্যে !
বিবাহের প্রথম এবং প্রধান উদ্যোক্তা, বিশ্বামিত্র মুনি !
বিবাহের অনুষ্ঠান পরিচালনা করেন, বশিষ্ঠ মুনি !
জনক। নিমি থেকে জন্ম হেতু, 'জনক' !
বিদেহ নিমি থেকে জাত বলে, জনকের আর এক নাম, 'বৈদেহ' !
মৃত নিমির দেহমন্থনে উৎপত্তি হেতু, 'মিথিল' !
মিথিলা রাজ্য, রাজা জনকের নির্মিত !
আবার, অন্য মতে, মিথিলরাজ, হ্রস্বরোমার পুত্র ! ইনি কুশধ্বজের জ্যেষ্ঠ ভ্রাতা ! সীতা এঁনার পালিতা কন্যা !
জনক, ব্রহ্মবিৎ এবং রাজর্ষি ছিলেন !
যাজ্ঞবল্ক্য, এঁনার সভায় নিয়মিত অবস্থান করতেন !
'মিথিপুত্র', রাজর্ষি জনকের পূর্বপুরুষ ছিলেন !
* তথ্যসূত্র : 'শ্রীরামচরিতমানস', পৃষ্ঠা ৪০৫। ব.শ.কো., পৃষ্ঠা ৯২০।