কালোটাকা ( গদ্যরচনা ) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কালোটাকা ( গদ্যরচনা ) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭

কালোটাকা ( গদ্যরচনা )







                      কবি প্রাবন্ধিক প্রণব কুমার কুণ্ডু'র ছবি 


লিমেরিক-ছড়াকার   প্রণব কুমার কুণ্ডু








কালোটাকা  ( গদ্যরচনা )


মোদিজি !

আমার মনে হয়, কালো টাকার বড় বড় অঙ্কের গ্রহণীয় গ্রহীতারা, বিভিন্ন হিন্দু ধর্ম প্রতিস্থানগুলি !

কারণ শাস্ত্রের যা বক্তব্য,  তা বিশ্লেষণ করলে,  একথা জানা যাবে,   যে টাকা টাকাই, যে কোন  source থেকে,  তা যে কোন ভাবেই আসুক না কেন ( ! ), তা নেয়া যাবে বা নেয়া হবে !

'সোনা'র ব্যাপারেও তাই ! ডাকাতি করা গয়না, অলংকার, গয়নাগাটি, নানাবিধ অলংকার ও  অন্যান্য মূল্যবান সামগ্রীও, নেওয়া যাবে !

মোদিজি !

এই সব ব্যাপারে, আপনি কি সাহসী হবেন ?  বা  সাহসী হতে পারবেন ?

দেখা যাক !