ভগদত্ত-প্রক্ষিপ্ত বৈষ্ণব-অস্ত্র
কুরুক্ষেত্রের যুদ্ধের দ্বাদশ দিবসে, ভগদত্ত-প্রক্ষিপ্ত, বৈষ্ণব-অস্ত্র নিবারণে, অর্জুন, অসমর্থ ছিলেন !
ভগদত্ত, নরক রাজার জ্যেষ্ঠ পুত্র !
বৈষ্ণব-অস্ত্র। বৈষ্ণবাস্ত্র ! বিষ্ণুর শক্তিতে শক্তিমান, অস্ত্রবিশেষ !
কৃষ্ণ স্বয়ং, বিষ্ণুর অবতার হিসাবে, বৈষ্ণবাস্ত্র নিবারণ করেন !
কৃষ্ণ, অস্ত্রটিকে, অর্জুনকে, আঘাত করতে বারণ করেন, যাতে অস্ত্রটি, অর্জুনের কোন ক্ষতি না করে !
শ্রীকৃষ্ণের কথায়, বৈষ্ণব-অস্ত্রটি, কণ্ঠে তুলসীর মালা চড়িয়ে, বিষ্ণুর, অষ্টাধিক শতনাম জপতে জপতে, আকাশের শূন্যে ভেগে পড়ে !
*সুবল/৩৮০/১।