শনিবার, ১৮ মার্চ, ২০১৭

শিক্ষা


শিক্ষা



মনকে রাশি রাশি তথ্য দিয়ে ভরিয়ে রাখা ঠিক নয় !

তার জন্য কমপিউটারের  'ডেটা' ব্যাঙ্ক রয়েছে !

মনকে সুস্থ রাখা, এবং মনকে আরও 'সুষ্ঠু' করে তোলার চেষ্টাই, আদর্শ শিক্ষা !

দুর্ভাগ্যবশত, সেই দিকটা আমরা গুরুত্বই দিই না !

সুষ্টু।
অতি সুন্দর। শ্রেষ্ঠ। সত্য। সুব্যবস্থাযুক্ত। নিখুঁত।

সৃষ্টি এবং ধ্বংস


সৃষ্টি এবং ধ্বংস

সৃষ্টি এবং ধ্বংস

আমরা যদি ঈশ্বরের মতন, সৃষ্টি এবং ধ্বংসক্রিয়ায় ক্ষমতাবান হই, আমাদের মধ্যে একজন হয়তো সৃষ্টি করলেন, অন্যজন সেই সৃষ্টি ধ্বংস করে দিলেন !

এইভাবে, সৃষ্টি এবং ধ্বংসক্রিয়ায়,  আমরা মাতামাতি করে, মেতে উঠব !

তাতে সৃষ্টিধ্বংস হয়ে যাবার সম্ভাবনাই  সৃষ্টি হবে !

বিজেপির যাত্রা জয়যাত্রা জয়রথ


বিজেপির যাত্রা  জয়যাত্রা  জয়রথ



বিজেিপির যাত্রা। জয়যাত্রা। জয়রথ !

উত্তর ভারতে বাকি থাকছে,
দিল্লি
হিমাচল প্রদেশ
আর পাঞ্জাব !
পাঞ্জাবে তো সবে ভোটপর্ব সমাধা হল ! এখন বসে থাকো টানা পাঁচটি বছর ! দিন গুজরান করো !

দক্ষিণ ভারতে বাকি থাকছে,
কর্নাটক
কেরল
তামিলনাডু।

মধ্যভারতে বাকি,
অন্ধ্রপ্রদেশ
তেলেঙ্গানা !

পূর্বভারতে
বাকি থাকছে,
পশ্চিম বঙ্গ
বিহার
উড়িষ্যা।

উত্তরপূর্ব ভারতে,
মিজোরাম
ত্রিপুরা
মেঘালয় !

এই চোদ্দোটা রাজ্য, বাকি থাকছে !

আর বাকি থাকছে, হিন্দুধর্মের জাতপাত তুলে দিয়ে, সমস্ত 'হিন্দু' ভারতবাসীর 'মন' জয় করা !

মুসলমানেরা, যাঁরা, ভারতীয় ভাবধারায়, এবং ভারতীব সংস্কৃতিতে আস্থা রাখেন, শুধু নাগরিকত্ব নিয়ে
সন্টুষ্ট থাকা নয়, যাঁরা আরো ভারতীয় হতে চান, পুরোপুরি ভারতীয় হতে চান, তাঁরাও, এগিয়ে আসুন !

বিজেপির হাত শক্ত করুন !

থুকনা মনা হ্যায় !


থুকনা মনা হ্যায়  !



যেখানে সেখানে থুতু ফেলো না !
এমন কি শৌচাগারে কিংবা শৌচালয়েও নয় !

দেখোনি, রেল স্টেশনগুলোর দেয়ালে লেখা ,  ' থুকনা মনা হ্যায় ' !

কিন্তু,  ' থুকনা ',  কাশি কফ গয়ের শ্লেষ্মা থুতু,  ওগুলো নিয়ে কি করবে, তা লেখা নেই !

তবে কি  ' থুকনা ',  চিবোবে ? '  থুকনা' গিলবে ?

ওটা ঠিক করে,  ঠিক ভাবে,  লিখলেই হয় !

আর নাকের  'পোঁটা' ! ওটাকি, রেলের দেয়ালে পুঁছবে ?

'রেল', করে  'আধা' কাজ !

জনশ্রুতি,  'আধা কাজ করে',  'গাধায়' !

শৌচ


শৌচ



পুরুত মশাই, মন্ত্রপড়ে, সব ধরণের  'শৌচক্রিয়া',  করান !
ওটা মন্ত্রশৌচ !

শৌচ। শুচিতা ! শাস্ত্র অনুসারে, অন্তর ও দেহের শোধন ! [ সং . শুচি + অ ]।

আমরা জল দিয়ে,  'শৌচক্রিয়া', করি !
সেটা তখন 'জলশৌচ' !

মলত্যাগের পর, মলদ্বার ইত্যাদি পরিষ্কার করা ! 'হাত'  সাবান ইত্যাদি দিয়ে ধুয়ে ফেলা !

একটা আফশোস !

পুরুত মশাইরা, সাধারণত, পয়সার বিনিময়েও [ 'দক্ষিণার' ], 'জলশৌচ'  ক্রিয়া  করান না !

ওটা আমার 'আফশোস'ই রয়ে গেল !

'শৌচাগার'। মলমূত্রাদি ত্যাগের জন্য ঘর ! Lavatory. !

ওটা শৌচাগার। আগে ছিল 'ভাগাড়' ! এখন শৌচাগার ! কিছু সময়ের জন্য, ওটা যেন, 'কারাগার' !

তবে, ভালো কথা, 'শৌচালয়' ! ওটা যেন একটা 'মনসুখকর' আলয় !

জয় হোক, মোদির 'জয়' !

বিজেপির 'বিজয়' !

ভাগাড় থেকে, শৌচাগার ! তারপর, শৌচালয় !

মোদিজির ক্রম উত্থান...!

থুড়ি, বিজেপির !

পুরনো ছেঁড়া ও নোংরা কাপড়চোপড় !


পুরনো ছেঁড়া ও নোংরা কাপড়চোপড় !



পুরনো কাপড়চোপড় বেশ নরম থাকে !
পরে যথেষ্ট আরাম হয় !
পুরনো কাপড় ছেঁড়া হলে রিফু করে নেওয়া যায় !
'রিফু'। ছুঁচ-সুতো দিয়ে সেলাই করে, ছেঁড়া জামাকাপড় ইত্যাদির 'ছেঁড়া সংস্কার' !
রিফু শব্দটা এসেছে, আরবি শব্দ, 'রফু' থেকে !
অভ্যাস করলে, আগ্রহ থাকলে, আপনিও ভালো 'রিপুকার' হতে পারেন !
তবে নোংরা কাপড়চোপড় 'সাবান' দিয়ে ( chemical soap, detergent নয় ) ভালোভাবে কেচে নেবেন !
জল ঝরাবেন !
রোদে শুখিয়ে নেবেন !