রেইকি
রেইকি, দুটি জাপানি শব্দের সংযুক্তি।
'রেই', মহাজগৎ।
'কি', প্রাণশক্তি।
সম্মিলিত অর্থ, 'মহাজাগতিক প্রাণশক্তি'।
'রেইকি' চিকিৎসা, 'স্পর্শ' চিকিৎসা।
ধরে নেওয়া হয়, 'হাতের তালুতে', রেইকির শক্তি সন্নিবিষ্ট হয়।
সেই 'রেইকি শক্তি'-সংলিপ্ত হাতের তালু, অন্যের শরীরে, হাত-বুলানো হয়।
হাত বুলিয়ে, সেইশক্তি, অন্যজনের, দেহ-মন-আত্মায় সঞ্চারিত করা হয় !
রোগ থাকলে, আরোগ্য হওয়ার সম্ভাবনা থাকলে, এইভাবে, রোগ আরোগ্য করা যায়।
* সূত্র 'তত্ত্বমসি', পৃষ্ঠা ৪৫। শ্রাবণ ১৪২৩।