নালন্দা ও রানি পদ্মাবতী
Ramprasad Goswami-এর পোস্ট ভাগ করেছেন প্রণব কুমার কুণ্ডু
নালন্দা ধূলিসাৎ করার পরও ইসলাম কায়েম হয়নি।
10 লক্ষ পুস্তক তিন মাস ধরে জ্বালিয়েও ইসলাম কায়েম হয়নি।
800 ছাত্রকে জীবন্ত পুড়িয়ে মেরেও ইসলাম কায়েম হয়নি।
350 জনের বেশী অধ্যক্ষ-অধ্যাপক-দের, জবাই করার পরেও, ইসলাম কায়েম হয়নি।
2000 সতীসাধ্বী হিন্দু নারীর সঙ্গে, রানি পদ্মাবতীকেও, জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিতে বাধ্য করার পরেও, এদেশে খলজীর সমর্থক আছে।
এতে আশ্চর্য হওয়ার কিছু নেই ----
খলজীরা যত বাড়বে, প্রতিবাদ-প্রতিরোধ-ও, তত জন্ম নেবে ---
এগিয়ে চলো ! এগিয়ে চলো ! মাভৈঃ ! মাভৈঃ !
সত্যমেব জয়তে !