মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

নালন্দা ও রানি পদ্মাবতী


নালন্দা ও রানি পদ্মাবতী


Ramprasad Goswami-এর পোস্ট   ভাগ করেছেন     প্রণব কুমার কুণ্ডু


নালন্দা ধূলিসাৎ করার পরও ইসলাম কায়েম হয়নি।
10 লক্ষ পুস্তক তিন মাস ধরে জ্বালিয়েও ইসলাম কায়েম হয়নি।
800 ছাত্রকে জীবন্ত পুড়িয়ে মেরেও ইসলাম কায়েম হয়নি।
350 জনের বেশী অধ্যক্ষ-অধ্যাপক-দের,  জবাই করার পরেও,  ইসলাম কায়েম হয়নি।


2000 সতীসাধ্বী হিন্দু নারীর সঙ্গে, রানি পদ্মাবতীকেও,  জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিতে বাধ্য করার পরেও,  এদেশে খলজীর সমর্থক আছে।

এতে আশ্চর্য হওয়ার কিছু নেই ----

খলজীরা যত বাড়বে, প্রতিবাদ-প্রতিরোধ-ও,  তত জন্ম নেবে ---

এগিয়ে চলো ! এগিয়ে চলো ! মাভৈঃ ! মাভৈঃ !

সত্যমেব জয়তে !


রানি পদ্মাবতী বনাম...



রানি পদ্মাবতী বনাম...



Ramprasad Goswami-এর পোস্ট       শেয়ার করেছেন       প্রণব কুমার কুণ্ডু


বানসালী সাহেব ---- যদি সত্যিই আপনাকে প্রেম কাহিনী নিয়ে মুভি করতে হয়, তো,  আলাউদ্দীন খলজীর মেয়ে "ফিরোজা" ,  যিনি রাজকুমার বিরমদেবের প্রেমে পাগল ছিলেন --- তৈরী করুন না মুভি!

ঔরঙ্গজেবের মেয়ে কুমার ছত্রসালের প্রেমের পাগল ছিলেন! ঔরঙ্গজেবের নাতনী সফিউন্নিসা রাজকুমার অজিত সিংহের প্রেমে পাগল ছিলেন! বানান আপনার ঐতিহাসিক প্রেম কীহিনী!

নুর খুরাসনের কন্যা -- যিনি সম্রাট বিন্দুসারের দিওয়ানী ছিলেন! বানান আপনার প্রেম কাহিনী --- আছে হিম্মত?

ইল্তুতমিশার মেয়ে রাজপুত জাগীরদার চন্দ্রের প্রেমে পাগল ছিলেন! বানান আপনার প্রেম কাহিনী!

ঔরঙ্গজেবের বোন ছত্রপতি শিবাজীর প্রেমে পাগল! ঔরঙ্গজেব সম্বন্ধ নিয়ে গিয়েছিলেনও --- শিবাজীর প্রস্তাব ছিল সে হিন্দু এবং বিবাহিত ! বানান প্রেম কাহিনী!

বানসালী সাহেব --- রাণী পদ্মাবতী এক বীর ক্ষত্রিয় রাণী --- যিনি সতীত্ব রক্ষা করার জন্যে জোহর করেছিলেন! উনি বনশালীর গর্ভধারিনীর মতো কোন নর্তকী ছিলেন না।
বানান  প্রেম কাহিনী।