শনিবার, ২০ মে, ২০১৭

তালাক


তালাক



মাথায় হিজাব,  পরনে কালো গাউন,  মুসলিম মহিলা আইনজীবীদের ভিড়ে ভর্তি সুপ্রিমকোর্টের দর্শকাসন !

সায়রা বানো
আফরিন রেহমান
গুলশন পারভিন
ইশরত জাহান
আতিয়া সাবরি

তিন তালাকের বিরুদ্ধে,  বিচারের প্রার্থনায়,  সুপ্রিমকোর্টে যান !

মুখের কথায় তালাক হয় !
ফোনে তালাক হয় !
স্পিড পোস্টে তালাক হয় !
তবে তো ফেসবুকেও,  যেমন বন্ধুত্ব হয়,   তেমন তালাকও হতে পারে !

ভালো না লাগলে, তালাক হয় !
মন্দ লাগলেও তালাক হয় !

তালাক।
মুসলমান বিবাহিত পুরুষদের,  স্ত্রী-ত্যাগ !
মুসলমানদের বিবাহবিচ্ছেদ !

তিন তালাক।
মুসলমান পুরুষদের ক্ষেত্রে,  এতদিনের,  বিবাহবিচ্ছেদের ব্রহ্মাস্ত্র !

একজন মুসলিম মহিলা,  একই সময়ে,  একাধিক মুসলিম পুরুষকে,  বিবাহ করতে পারেন না !
তাঁরা, স্বামিদের তালাক দিতেও পারেন না !

তিন।
তিনকাল। শৈশব। যৌবন। প্রৌঢ়ত্ব।
তিনকুল। পিতৃবংশ। মাতৃবংশ। শ্বশুরবংশ।
তিনসন্ধ্যা। প্রাতঃকাল। মধ্যাহ্নকাল। অপরাহ্ন কাল। এই তিন বেলা।
তিনাঞ্জলি। তিনবার অঞ্জলি ভরে জল নিয়ে তর্পণ।

তিন তালাক।
মুসলমান পুরুষদের ক্ষেত্রে,  বিবাহবিচ্ছেদের ব্রহ্মাস্ত্র !
তিন তালাক,   মুসলমান বিবাহিত মহিলাদের ক্ষেত্রে,  স্বামী কতৃক নিক্ষেপিত  মারণাস্ত্র !

তালাক।
মুসলমান পুরুষের মন চাইলে, তালাক হয় !
বিবিকে না-চাইলে, তালাক হয় !
আল্লার দৈববাণী শুনলে তালাক হয় !
যৌনজড় বিবিদের ক্ষেত্রে, তালাক হয় !
অতি কামুকী বিবিরও তালাক হয় !

তালাক কিসে হয়,  আর কিসে না হয়,   তা আল্লাহ-ই জানেন !

তালাক রদ করা,  যদি সম্ভব হয়,   ভারতের বুকে,  তা হবে,    ইসলামধর্মের সম্ভাবনাময়   এক সাংসারিক বিপ্লব ! এক সম্ভাবনাময় সামাজিক বিপ্লব ! এক সম্ভাবনাময় ধর্মীয় বিপ্লব !

ওটা কি হবে,  তবে,   এক সম্ভাবনাময়,   ইসলামের  ধর্ম-বিপ্লব ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন