শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭

অথো 'সংস্কার' কথা ( গদ্যরচনা )


অথো  'সংস্কার' কথা


শরীরের অধিপতি জীবাত্মা।

এক শরীর ত্যাগ করে, অন্যশরীরের, সৃষ্টিসাধনার সময়,  সৃষ্টিশীল অবস্থার শুরুতেই,  জীবাত্মা,  সেই নতুন শরীরে, আশ্রয়গ্রহণ করেন।

এই আশ্রয়্গ্রহণ করার কালে, সেই আগের শরীরের, বা,  তারও আগের আগের শরীরের,  'মন  এবং  ইন্দ্রিয়সমুদয়ের সমবেত সংস্কারগুলি',  সঙ্গে নিয়ে যান।

জীবাত্মা, কখনোও, 'মন এবং ইন্দ্রিয়সমূহ', সঙ্গে নিয়ে, যান না।

ওটা ভুল ধারণা।

সেই ইচ্ছা বা ক্ষমতাও,  জীবাত্মার নেই।

জীবাত্মা সঙ্গে নিয়ে যান, কেবল মন এবং ইন্দ্রিয়গুলির, "সংস্কার" অংশগুলি।

কাজেই আমাদের আজকের সংস্কার, এই  জীবনের,  মনের,  এবং ইন্দ্রিয়গুলির সংস্কার, এবং, তার সঙ্গে সঙ্গে, পূর্ব পূর্ব জন্মের মনের, এবং ইন্দ্রিয়সমুদয়ের সংস্কারের সমাহার।

তবে  'সংস্কার', কি, বা,  কিবস্তু , তা, সঠিক ভাবে, জানা বা বোঝা যায় না।

সংস্কার, সম্ভবত, না-জানা  'স্মৃতিহেতু',  মনোবৃত্তির  গুণবিশেষ হতে পারে ! হতে পারে, পূর্ব বা পূর্ব পূর্ব জন্মের, কামনা-বাসনার প্রতিফলনের অঙ্গবিশেষ ! হতে পারে,  আগের  আগের  জন্মের,  বুদ্ধিগত প্রবৃত্তির ঝোঁক !

তবে, তাই বা হবে কেন ?

সংস্কার কি, বা কি বস্তু, তা, আপনারা, আপনাদের আপন আপন জীবনের পরিপ্রেক্ষিতে, বোঝবার চেষ্টা করতে পারেন !

 আমার মতে, সংস্কারগুলোতে, গালগল্পের বাইরে, অন্য কোন গল্প  নেই !

'গালগল্প' বলতে, আমি, মনগড়া  কথা, বানানো গল্প, বা, বানানো বর্ণনা ইত্যাদি কথা, বোঝাতে চেয়েছি !

আমরা সচরাচর দেখে থাকি,  if you cannot convince a person,  confuse him/her.

সংস্কারের, 'সংস্কার' ওটাই !

confuse করা, এবং, ইচ্ছাকৃতভাবে, confuse করানো।

যাতে, ব্যক্তিবিশেষ, তাঁর জ্ঞানবিদ্যার ওপর আস্থা হারিয়ে ফেলেন।

অন্যদের হাতে, বিশেষত, ধর্মধ্বজাধারীদের হাতের,  ক্রীড়নক হন।