নারী
" ত্রিলোকে দেখিতে পাওয়া যায় বিরুদ্ধ ধর্ম্মের আচরণ, চাপল্য এবং ভ্রাতৃভেদ করাই স্ত্রীগণের স্বভাব। তুমি যাহা চাও, নারী তাহার বিপরীতাচরণ করিবেই। বেশী কথা কি? নারী দুঃখ দিয়াই গঠিত! স্বয়ং লক্ষ্মী সীতাদেবী যাঁহার পত্নী, সেই রামচন্দ্রকে যখন আজীবন স্ত্রীর জন্য দুঃখ ভোগ করিতে হইয়াছে, তখন সেই রমণী হইতে মানুষ কি সুখী হইতে পারে? রমণীর হৃদয় সদা কালকূটে পূর্ণ। দূর হইতে একজনকে দেখিলাম, দেখিয়া মনে করিলাম হয়ত এ ব্যক্তি নারী হইতে সুখী। নিকটস্থ হইয়া জানিলাম, এ রমণী হইতে দুঃখভোগ করিতেছে। নারীই নরকদ্বার। নরকদ্বার বলি কেন? নারীই নরক। নারী যে হৃদয়ের অধিষ্ঠাত্রী দেবী সে যতদিন নরকযন্ত্রণা ভোগ করিবে এবং জীবনান্তে আকল্প নরকে বাস করিবে। ছি ছি নারীতে সুখ নাই।"
সংকলন : " শ্রীওঙ্কারনাথ--রচনাবলী ( প্রথম খণ্ড ) ", হইতে।
সংকলক : প্রণব কুমার কুণ্ডু।