রবিবার, ৬ আগস্ট, ২০১৭

ব্যাজস্তুতি


ব্যাজস্তুতি



ব্যাজস্তুতি !
নিন্দাস্থলে স্তুতি !
আবার স্তুতিস্থলে নিন্দাও
ব্যাজস্তুতি !

ব্যাজস্তুতি !
নিন্দাচ্ছলে স্তুতি  !
আবার স্তুতিচ্ছলে নিন্দাও
ব্যাজস্তুতি !

ব্যাজস্তুতি যখন
আলংকারিক শব্দ
তখন ওটার নাম
ব্যাজস্তুতি অলংকার !

ব্যাজস্তুতি অলংকার
একটি
অতিপরিচিত
অর্থালংকার !

মহাভাব ২


মহাভাব ২

মহাভাব

ভাব।
মানসিক অবস্থা।অভিপ্রায়। স্বভাব। প্রকৃতি। প্রীতি-প্রণয়- সুসম্পর্ক। অন্তরের কথা। চিন্তা।  ভাবমগ্নতা। অবেগ। অনুভূতির গভীরতা বা অধিক্য। হৃদয়াবেগ। emotion !
ভাব। সদ্ভাব !
কাম-ক্রোধ ইত্যাদির চিত্তবিকার !

মহাভাব।
প্রেম ভক্তি প্রভৃতির চরম অবস্থা।

মহাভাব দুই প্রকার।
১। রূঢ়।
২। অধিরূঢ়।

রূঢ়।
ব্যুৎপত্তিবর্হিভূত, প্রসিদ্ধ, অর্থপ্রকাশক শব্দ। প্রকৃতিপ্রত্যয়-এর অপেক্ষায় না থেকে, শব্দবোধক শব্দ ! বিপরীত,  'যৌগিক' শব্দ !

অধিরূঢ়।
আরোহণ করেছে, এমন।
আরূঢ়।
অধিরূঢ়। অধিরূঢ় ভাব ! সেটা সম্ভবত, একটা বিকার !
অধিরূঢ় মহাভাব ! রূঢ় অধিরূঢ় ভাব !
অধি-। অব্যয় ! উপসর্গ। উপরি। অধিরোহন। অধিকার। আধিপত্য।  অধিষ্ঠেত !
অধি-। রোহণ। শ্রয়ণ। আশ্রয়। ধারণ।

অধিরূঢ় মহাভাব অাবার দুই রকমের।
১। মোদন।
২। মাদন।

মোদন।
হ্লাদিনী শক্তির পরমা বৃত্তি।
মোদন সর্বশ্রেষ্ঠা।
হ্লাদিনী। আহ্লাদযুক্তা। আনন্দদায়িনী। হর্ষদায়িনী।

এই মোদন, শ্রীরাধা ভিন্ন, অন্য কোথাও দেখা যায় নি !

প্রবিশ্লেষ দশায়, এই মোদনকে, মোহন বলে।
প্র-। উৎকর্ষ প্রসিদ্ধি আধিক্য ব্যাপকতা প্রভৃতির সূচক, উপসর্গবিশেষ।
বিশ্লেষ। অসংযোগ। বিচ্ছেদ।

মোহন।
সন্মোহন। মুগ্ধ  করা।  মুগ্ধকারী। চিত্তাকর্ষক। মনোহর।
মোহনে, বিরহ ইত্যাদির জন, সাত্ত্বিকভাব, ফুটে ওঠে !
মোহন। মোহজনক। মোহজনন। মোহকর। বিস্ময়কর। কখনো বিভ্রমজনক ! কখনও বা মোহিত !
মোহন, বৈষ্ণবসাহিত্যে, অধিরূঢ় ভাবের একতর !
মোহন,  কখনো বা মায়া !
মো্হনভাবে ভ্রমের ন্যায় অদ্ভুত বৈচিত্রী দশা !

এই মোহন, যখন অনির্বচনীয় গতি প্রাপ্ত হয়, তখন, ভ্রম ও অতি বিচিত্র দশা প্রাপ্ত হয় !

তখন একে বলে দিব্যোন্মাদ !

দিব্যোন্মাদ।
দিব্যোন্মাদ, স্বর্গীয় ভাবের আবেশে বিভোরতা ! ঐশ্বরিক ভাবে উন্মত্ততা ! শ্রীকৃষ্ণের বিরহে উন্মত্ত অবস্থা ! এমন কি অন্যতেও শ্রীকৃষ্ণভ্রম !
দিব্যোন্মাদ দশায়, ভ্রমময় চেষ্টা ও প্রলাপময় বা্ক্য প্রয়োগ ইত্যাদি দেখা যায় !

উদ্‌ঘূর্ণা ও চিত্রজল্প ইত্যাদি ভেদে, দিব্যোন্মাদ বহু্প্রকার !

উদ্‌ঘৃর্ণা।
উদ্- = প্রাবল্য।
ঘূর্ণা। ঘূর্ণি। পাক। ঘোরা।

চিত্রজল্প।
বাক্যবিশেষ।
সুহৃদের দর্শনে,  অতিপ্রিয় ব্যক্তির,  গূঢ় নানা ভাববিশিষ্ট,  তীব্র উৎকণ্ঠাপূর্ণ,  জল্পকে ( বাক্যকে ) চিত্রজল্প বলে !
চিত্রজল্প, নানা ভাব ও বৈচিত্রযুক্ত চমৎকারজনক বাক্যবিশেষ !

চিত্রজল্প দশ প্রকার !
১। প্রজল্প
২। পরিজল্পিত
৩। বিজল্প
৪। উজ্জল্প
৫। সংজল্প
৬। অবজল্প
৭। অভিল্পিত
৮।আজল্প
৯। প্রতিজল্প
১০। সুজল্প

মাদন।
মত্ততা। হর্ষ। গর্ব। হয়তো ইন্দ্রিয়মোহও !
মাদন মদন !
মাদন, নিজেই,  বৈষ্ণবসাহিত্যৈ, আবার,   অধিরূঢ় নামক মহাভাব বিশেষ !
তখন, অধিরূহ মহাভাব, অন্য দুই প্রকারেরও হতে পারে !
সম্ভোগে, 'মদন', বিরহে, 'মোহন' !
মাদন। হর্ষোৎপাদন। প্রীণন।

প্রীণন।
তৃপ্তিকর।
তৃপ্তিজনক।
তৃপ্তিজনন।

.....প্রীণিতে প্রীণিতং জগৎ.....

মদন।
অনুরাগ হেতু পীড়া।
কামার্তি !

দশা।
অবস্থা।




* সূত্র :' 'শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত',  গীতা প্রেস, পৃষ্ঠা ১৮২।
* সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ। 



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































মহাভাব

ভাব।
মানসিক অবস্থা।অভিপ্রায়। স্বভাব। প্রকৃতি। প্রীতি-প্রণয়- সুসম্পর্ক। অন্তরের কথা। চিন্তা।  ভাবমগ্নতা। অবেগ। অনুভূতির গভীরতা বা অধিক্য। হৃদয়াবেগ। emotion !
ভাব। সদ্ভাব !
কাম-ক্রোধ ইত্যাদির চিত্তবিকার !

মহাভাব।
প্রেম ভক্তি প্রভৃতির চরম অবস্থা।

মহাভাব দুই প্রকার।
১। রূঢ়।
২। অধিরূঢ়।

রূঢ়।
ব্যুৎপত্তিবর্হিভূত, প্রসিদ্ধ, অর্থপ্রকাশক শব্দ। প্রকৃতিপ্রত্যয়-এর অপেক্ষায় না থেকে, শব্দবোধক শব্দ ! বিপরীত,  'যৌগিক' শব্দ !

অধিরূঢ়।
আরোহণ করেছে, এমন।
আরূঢ়।
অধিরূঢ়। অধিরূঢ় ভাব ! সেটা সম্ভবত, একটা বিকার !
অধিরূঢ় মহাভাব ! রূঢ় অধিরূঢ় ভাব !
অধি-। অব্যয় ! উপসর্গ। উপরি। অধিরোহন। অধিকার। আধিপত্য।  অধিষ্ঠেত !
অধি-। রোহণ। শ্রয়ণ। আশ্রয়। ধারণ।

অধিরূঢ় মহাভাব অাবার দুই রকমের।
১। মোদন।
২। মাদন।

মোদন।
হ্লাদিনী শক্তির পরমা বৃত্তি।
মোদন সর্বশ্রেষ্ঠা।
হ্লাদিনী। আহ্লাদযুক্তা। আনন্দদায়িনী। হর্ষদায়িনী।

এই মোদন, শ্রীরাধা ভিন্ন, অন্য কোথাও দেখা যায় নি !

প্রবিশ্লেষ দশায়, এই মোদনকে, মোহন বলে।
প্র-। উৎকর্ষ প্রসিদ্ধি আধিক্য ব্যাপকতা প্রভৃতির সূচক, উপসর্গবিশেষ।
বিশ্লেষ। অসংযোগ। বিচ্ছেদ।

মোহন।
সন্মোহন। মুগ্ধ  করা।  মুগ্ধকারী। চিত্তাকর্ষক। মনোহর।
মোহনে, বিরহ ইত্যাদির জন, সাত্ত্বিকভাব, ফুটে ওঠে !
মোহন। মোহজনক। মোহজনন। মোহকর। বিস্ময়কর। কখনো বিভ্রমজনক ! কখনও বা মোহিত !
মোহন, বৈষ্ণবসাহিত্যে, অধিরূঢ় ভাবের একতর !
মোহন,  কখনো বা মায়া !
মো্হনভাবে ভ্রমের ন্যায় অদ্ভুত বৈচিত্রী দশা !

এই মোহন, যখন অনির্বচনীয় গতি প্রাপ্ত হয়, তখন, ভ্রম ও অতি বিচিত্র দশা প্রাপ্ত হয় !

তখন একে বলে দিব্যোন্মাদ !

দিব্যোন্মাদ।
দিব্যোন্মাদ, স্বর্গীয় ভাবের আবেশে বিভোরতা ! ঐশ্বরিক ভাবে উন্মত্ততা ! শ্রীকৃষ্ণের বিরহে উন্মত্ত অবস্থা ! এমন কি অন্যতেও শ্রীকৃষ্ণভ্রম !
দিব্যোন্মাদ দশায়, ভ্রমময় চেষ্টা ও প্রলাপময় বা্ক্য প্রয়োগ ইত্যাদি দেখা যায় !

উদ্‌ঘূর্ণা ও চিত্রজল্প ইত্যাদি ভেদে, দিব্যোন্মাদ বহু্প্রকার !

উদ্‌ঘৃর্ণা।
উদ্- = প্রাবল্য।
ঘূর্ণা। ঘূর্ণি। পাক। ঘোরা।

চিত্রজল্প।
বাক্যবিশেষ।
সুহৃদের দর্শনে,  অতিপ্রিয় ব্যক্তির,  গূঢ় নানা ভাববিশিষ্ট,  তীব্র উৎকণ্ঠাপূর্ণ,  জল্পকে ( বাক্যকে ) চিত্রজল্প বলে !
চিত্রজল্প, নানা ভাব ও বৈচিত্রযুক্ত চমৎকারজনক বাক্যবিশেষ !

চিত্রজল্প দশ প্রকার !
১। প্রজল্প
২। পরিজল্পিত
৩। বিজল্প
৪। উজ্জল্প
৫। সংজল্প
৬। অবজল্প
৭। অভিল্পিত
৮।আজল্প
৯। প্রতিজল্প
১০। সুজল্প

মাদন।
মত্ততা। হর্ষ। গর্ব। হয়তো ইন্দ্রিয়মোহও !
মাদন মদন !
মাদন, নিজেই,  বৈষ্ণবসাহিত্যৈ, আবার,   অধিরূঢ় নামক মহাভাব বিশেষ !
তখন, অধিরূহ মহাভাব, অন্য দুই প্রকারেরও হতে পারে !
সম্ভোগে, 'মদন', বিরহে, 'মোহন' !
মাদন। হর্ষোৎপাদন। প্রীণন।

প্রীণন।
তৃপ্তিকর।
তৃপ্তিজনক।
তৃপ্তিজনন।

.....প্রীণিতে প্রীণিতং জগৎ.....

মদন।
অনুরাগ হেতু পীড়া।
কামার্তি !

দশা।
অবস্থা।




* সূত্র :' 'শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত',  গীতা প্রেস, পৃষ্ঠা ১৮২।
* সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ। 



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































এই মোহন যখন, অনির্বচনীয় গতি প্রাপ্ত হয়, তখন, ভ্রম ও অতি বিচিত্র দশা প্রাপ্ত হয়।

তখন একে বলে, দিব্যোন্মাদ।

দিব্যোন্মাদ, স্বর্গীয় ভাবের আবেশে বিভোরতা। ঐশ্বরিক ভাবে, উন্মত্ততা। শ্রীকৃষ্ণের বিরহে, উন্মত্ত অবস্থা। এমন কি, অন্যতেও, শ্রীকৃ্ষ্ণভ্রম।
দিব্যোন্মাদ। মোহন ভাবে, ভ্র্রমের ন্যায়, অদ্ভুত দশা।

উদ্‌ঘূর্ণা ও চিত্রজল্প ইত্যাদি ভেদে, দিব্যোন্মাদ বহু প্রকারের।

উদঘূর্ণা।
উদ্। প্রাবল্য।
ঘূর্ণা।
ঘূর্ণি। পাক। ঘোরা।

চিত্রজল্প।
বাক্যবিশেষ।
সুহৃদের দর্শনে, অতিপ্রিয় ব্যক্তির, গূঢ়, নানা ভাব বিশিষ্ট,তীব্র উৎকণ্ঠাপূর্ণ জল্পকে ( বাক্যকে, চিত্রজল্প বলে।
চিত্রজল্প, নানা ভাব  ও বৈচিত্রযুক্ত, চমৎকারজনক বাক্য বিশেষ।
চি্রজল্প দশ প্রকার।
১। প্রজল্প।
২। পরিজল্পিত।
৩। বিজল্প।
৪। উজ্জল্প।
৫। সংজল্প।
৬। অবজল্প।
৭। অভিজল্পিত।
৮। আজল্প।
৯। প্রতিজল্প।
১০। সুজল্প।

.

দিব্যোন্মাদ দশায়, ভ্রমময় চেষ্টা ও প্রলাপময় বাক্য ইতাদি প্রয়োগ, দেখা যায়।
















































































































































































































































এই মোহন যখন, অনির্বচনীয় গতি প্রাপ্ত হয়, তখন, ভ্রম ও অতি বিচিত্র দশা প্রাপ্ত হয়।

তখন একে বলে, দিব্যোন্মাদ।

দিব্যোন্মাদ, স্বর্গীয় ভাবের আবেশে বিভোরতা। ঐশ্বরিক ভাবে, উন্মত্ততা। শ্রীকৃষ্ণের বিরহে, উন্মত্ত অবস্থা। এমন কি, অন্যতেও, শ্রীকৃ্ষ্ণভ্রম।
দিব্যোন্মাদ। মোহন ভাবে, ভ্র্রমের ন্যায়, অদ্ভুত দশা।

উদ্‌ঘূর্ণা ও চিত্রজল্প ইত্যাদি ভেদে, দিব্যোন্মাদ বহু প্রকারের।

উদঘূর্ণা।
উদ্। প্রাবল্য।
ঘূর্ণা।
ঘূর্ণি। পাক। ঘোরা।

চিত্রজল্প।
বাক্যবিশেষ।
সুহৃদের দর্শনে, অতিপ্রিয় ব্যক্তির, গূঢ়, নানা ভাব বিশিষ্ট,তীব্র উৎকণ্ঠাপূর্ণ জল্পকে ( বাক্যকে, চিত্রজল্প বলে।
চিত্রজল্প, নানা ভাব  ও বৈচিত্রযুক্ত, চমৎকারজনক বাক্য বিশেষ।
চি্রজল্প দশ প্রকার।
১। প্রজল্প।
২। পরিজল্পিত।
৩। বিজল্প।
৪। উজ্জল্প।
৫। সংজল্প।
৬। অবজল্প।
৭। অভিজল্পিত।
৮। আজল্প।
৯। প্রতিজল্প।
১০। সুজল্প।

.

দিব্যোন্মাদ দশায়, ভ্রমময় চেষ্টা ও প্রলাপময় বাক্য ইতাদি প্রয়োগ, দেখা যায়।

গুরুদেব শিষ্যবাড়িতে


গুরুদেব শিষ্যবাড়িতে



গুরুদেব শিষ্যবাড়িতে গিয়ে, দুই-পা বাড়িয়ে দিচ্ছেন !

শিষ্য-শিষ্যারা, গুরুদেবের দুই-পা সযত্নে ধুইয়ে, মুছিয়ে দিচ্ছেন !

সবাই মিলে, গুরুদেবের দুই পায়ে, গরম তেল মালিশ করছেন !

পা-দুটিতে চুম্বন করছেন !

পায়ের নখগুলো কেটে দিচ্ছেন !

গুরুদেব শিষ্যবাড়িতে গিয়ে, স্নান সেরে, আরামে, ভোজন করছেন !

প্রণামী নিচ্ছেন !

জারজ


জারজ



আমার মা আছেন্ !
আমার বাবা আছেন !

মানে ছিলেন !
এখন দুজনেই মারা গেছেন !

আমার বাবা ছিলেন !
আমার মা ছিলেন !

এখন,  আমার দেশ আর আমার নেই !
আগে পূর্ব-পাকিস্তান হয়ে, এখন সেই দেশ, বাংলাদেশ হয়ে গেছে !

আমার দেশ ছিল !
দেশ-মাতা ছিলেন !
ব্রিটিশদের মতে, দেশ-পিতাও ছিলেন !

এখন নেই !
আমার দেশ-মাতা নেই !
আমার দেশ-পিতাও নেই !

এখন আমি দেশ-মাতা,  দেশ-পিতা ছাড়া,  দেশ হিসাবে  জারজ হয়ে গেছি !


এখন আর মায়ের  দেশে নয়, মাসির দেশে, বাস করছি !