মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

ফেসবুক ডট কম ২/১


Pranab Kumar Kundu একটি প্রোফাইল শেয়ার করেছেন।
ফেসবুক ডট কম ২/১
আজ সকালে, ১৪/১১/২০১৭ তারিখে, 'স্মৃতিগুলো' এলো।
আপনাদের বিজ্ঞাপনদাতা কর্তৃক 'অতিষ্ঠ' হয়ে, শেষ পর্যন্ত, 'স্মৃতিগুলো' চলে গেল !
কিছু সময় পরে, আবার 'স্মৃতিগুলো' এলো !
আবার, আপনাদের বিজ্ঞাপনদাতার, 'অকল্যাণকর' কাজের জন্য, 'স্মৃতিগুলো' চলে গেল !
সারাদিন তো আমি, 'কমপিউটার' খুলে রেখে, কমপিউটারের সামনে বসে থাকতে পারি না !
আপনাদের ভারপ্রাপ্ত আধিকারিককে বলুন, 'স্মৃতিগুলো' 'বিজ্ঞপ্তি'তে 'লিঙ্ক' দিয়ে দিতে !
তাহলে তো সুবিধা হয় !
নমস্কার !
প্রণব কুমার কুণ্ডু।
১৪/১১/২০১৭।
**I*I* কিছুই করা হল না ! আজকের 'স্মৃতিগুলো' কী আর দেখতে পারব না ? 'পোস্টিং' করতে পারব না ? 'শেয়ার' করতে পারব না ?
আপনাদের প্রতি আমার বিশ্বাস ও শ্রদ্ধা, নষ্ট হয়ে যাচ্ছে !
লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
মন্তব্য করুন
মন্তব্যগুলি

একই বৃন্তে দুইটি কুসুম...


একই বৃন্তে দুইটি কুসুম...



Ramprasad Goswami Surjo Krisno-এর পোস্ট শেয়ার করেছেন৷
Surjo Krisno Adi Yogi Rajesh Singh 

মমতা ব্যানার্জি কি কেবল মুসলিম তোষণকারী ??? ------ আপনাদের অনুরোধ করছি,  এটা পড়ে  ও অন্যদের শেয়ার করে,  বিচার করুন।
1. কলকাতা হাইকোর্টের নির্দেশের তোয়াক্কা না করেই তিনি,  বছরে,  200 কোটি টাকা ইমাম ভাতা দিচ্ছেন। এই টাকাটা জনগণের ট্যাক্সের টাকা তিনি ওয়াকফ বোর্ডকে দেন,  এবং বোর্ড তা প্রতিমাসে,  ইমামদের 2500 টাকা ও মুয়াজ্জিমদের 1000 টাকা করে দেয় । 
( হাইকোর্ট বলেছিলেন,  জনগণের ট্যাক্সের টাকা কোনও বিশেষ সম্প্রদায়কে এইভাবে দেওয়া যায়না ।)
2. সরকারের ভুল সিদ্ধান্তের জন্য হাইকোর্টে কেস হয়ে SSC/Primary বন্ধ আছে । 2010 সালের 10 অক্টোবরের পর 2017 সালের 12ই মে পর্যন্ত মাত্র 2বার SSC হয়েছে। 

3. সপ্তম শ্রেণীর বইতে রামধনু তুলে দিয়ে রংধনু করা হয়েছে,  কেবলমাত্র মুসলমানদের খুশি করবার জন্য ।

4. তিনি গোমাংস খাওয়া নিয়ে এত কথা বললেও, শুকরের মাংস নিয়ে একটি কথাও বলেননি, যদি মুসলিমরা বিরক্ত হয় !! 

5. অভিনেত্রী কাজল, কবি শ্রীজাত নিয়ে মন্তব্য করলেও তিনি সনু নিগম নিয়ে নীরব থেকেছেন ।

6. তিনি হিজাব পরে নামাজ/ইফতারে গেলেও,  রথের দড়ি টেনেছেন জুতো পরে, খালি পায়ে নয় ।

7. রাম নবমীর মিছিলে তরবারি থাকায় হিন্দু যুবকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে গ্রেফতার করা হয়েছে; অনেক স্থানে লাঠি চার্জ করা হয়েছে । 
মহরমের সময় কিন্তু ইহার কিছুই করা হয়না । তখন কি ফুলের তোড়া নিয়ে মিছিল হয় ?
মহরমের যে মিছিল আমরা দেখি, সেটা  'শীয়া'  সম্প্রদায়ভুক্ত মুসলমানদের মিছিল ! মহরম-এর দিনে, শোকপ্রকাশের মিছিল !
'সুন্নি'  সম্প্রদায়ভুক্ত মুসলমানেরা, ঐদিন কী করেন ?

8.নদিয়া জেলার,  তেহট্টের স্কুলে,  নবিদিবস পালনে আপত্তি থাকায়,  প্রাচীন সরস্বতী পুজো বন্ধ করা হয়েছে । ছাত্রছাত্রীরা পুজোর দাবিতে মিছিল করায়,  সেই মিছিলে পুলিশ দিয়ে লাঠি চার্জ করা হয়েছে । আহত কয়েকজন হসপিটালে ভর্তি হয়েছিলেন ।
নবি। ঈশ্বর প্রেরিত দূত। পয়গম্বর। ভবিষ্যদ্‌বক্তা। হজরত মোহাম্মদ।
পয়গম্বর।Prophet.

9. মহরমের মিছিল থাকায় দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করা হয়েছে । 
যা হাইকোর্টের রায়ে পুনরায় করা গেছে । 
এখন প্রশ্ন হল, হিন্দু ধর্মাচরণের জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হবে ?

10. বিশ্বহিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগারিয়া রাজ্যে আসতে চাইলে নিষেধাজ্ঞা আরোপ করে 144 ধারা জারি করা হয় । অথচ সৌদি ধর্মগুরু , দিল্লি মসজিদের ইমামদের-কে সাদরে গ্রহণ করা হয় ।

11. কেবলমাত্র ধর্মের ভিত্তিতে মুসলমানদের জন্য শিক্ষা ও চাকরিতে 10% সংরক্ষণ করা হয়েছে । যা সংবিধান বিরোধী ।

12. 2015 সালের WBCS Gr-B তে D.S.P পদে যে 5 জনকে নেওয়া হয়েছে,  তার 4 জনই মুসলিম সংরক্ষিত । যা 80% সংরক্ষণ, যদিও 10% হলে প্রায় 1 জন হওয়ার কথা । 

13. কেবলমাত্র মুসলিম দের জন্য হসপিটাল, ছাত্রাবাস নির্মাণ করা হচ্ছে ।

14. উঃ 24 পরগনার দেগঙ্গাতে হিন্দু নির্যাতন হয়েছিল
 । 
15. মোদীকে দাঙ্গাবাজ বলা হয়; যদিও গুজরাটে 2002 সালের পর একটিও দাঙ্গা হয়নি । 
অথচ এই রাজ্যের তৃণমূলের মুসলিম নেতারা হিন্দুদের বিরুদ্ধে পরিকল্পনামাফিক প্রতিবছর দাঙ্গা করছে- বাদুড়িয়া (বসিরহাট), ধূলাগড় (হাওড়া), কালিয়াচক(মালদা), দেগঙ্গা(উঃ 24 পরগনা), উস্থি (ডায়মন্ডহারবার), চন্দ্রকোনা রোড (মেদিনীপুর), সমুদ্রগড় (বর্ধমান), নলিয়াখালি (ক্যানিং), রামপুরহাট(বীরভূম), মঙ্গলকোট (বর্ধমান) ।

16. সুদুর উ: প্রদেশের মহম্মদ আখলাখের জন্য তৃণমূল নেতা/নেত্রীদের পরান জ্বলিয়া গেলেও,  বীরভূমের সিউড়িতে মহরমের চাঁদা না দেওয়ায় মুসলমানরা ইন্দ্রজিৎ কে পিটিয়ে হত্যা করলেও সবাই আশ্চর্যজনক ভাবে নীরব ।

17. সংঘের স্কুলে প্রচলিত শিক্ষার পাশাপাশি, হিন্দু ধর্মীয় শিক্ষা দেওয়ায় সেগুলিকে বন্ধ করা হয়েছে । 
অথচ মাদ্রাসাতে ইসলামি শিক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী নীরব । সম্ভবত,  সব জঙ্গিই মাদ্রাসা থেকেই শিক্ষা পেয়েছে ।

18. নলহাটিতে নিরাপত্তার অভাব দেখিয়ে দুর্গাপুজো করতে দেওয়া হয়নি । 
অথচ নিরাপত্তার অভাবে কোনওদিন কোথাও ইসলামিক জলসা বন্ধ করা হয়নি । 
যে পুলিশ একটা পুজোর নিরাপত্তা দিতে পারেন না, তাঁরা 9.13 কোটি রাজ্য বাসির নিরাপত্তা কি করে দেবেন ? 
পুলিশ মন্ত্রী, তাঁর,  ব্যর্থতার দায়,  এড়াতে পারেন না ।

19. রামনবমীর মিছিল , ধর্মতলায় হিন্দু সংহতির সমাবেশ, বিরিগেদে RSS এর সমাবেশ করতে অনুমতি দিতে না চাওয়া হয় । 
অথচ মুসলিমদের যেকোনো মিছিল/সমাবেশের অনুমতি বিনা বাক্যবয়ে দেওয়া হয় । 
যদিও মুসলিমদের সমাবেশ /মিছিল থেকেই কলকাতায় পুলিশের উপর হামলা, কালিয়াচকে থানায় ও BSF & Police এর গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছ । 
কিন্তু হিন্দুদের কোনও মিছিল থেকে কোনও দিন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও অনুমতি দিতে টালবাহানা করা হয়।

শেয়ার করেছেন         প্রণব কুমার কুণ্ডু।

লাইক
মন্তব্য করুন
মন্তব্যগুলি
Pranab Kumar Kundu মাননীয়া মমতা ব্যানার্জি, সম্ভবত মুসলিম ধর্মের প্রতি অনুপ্রাণিত ! মুসলিম ধর্মের অনুভাবী ! যেখানে শ্রীরামকৃষ্ণ, মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন বলে শুনেছি ! শ্রীরামকৃষ্ণ ছিলেন, দক্ষিণেশ্বরের কালীমন্দিরের পুরোহিত ! তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের গুরুদেব ! শ্রীমতী মমতা ব্যানার্জিও, তাঁর বাড়িতে, কালীপূজা করেন বলে জেনেছি ! তিনি অনেকের রাজনৈতিক গুরু !
পরিচালনা করুন

জাত ধর্ম বর্ণ







জাত ধর্ম বর্ণ




Prasanta Kumar Mondal-এর পোস্ট শেয়ার করেছেন                  প্রণব কুমার কুণ্ডু।

ড.অরুপ হালদার,
অরুপবাবু,

গান্ধিজিসহ অন্যদের মতো ডঃ আম্বেদকর যদি বর্ণব্যবস্থার মধ্যে বিজ্ঞান দর্শন করতেন,  তাহলে ভারত মনুসংহিতার যুগেই পড়ে থাকতো।

আপনার তিনপাতার বক্তব্য আলোচনার আগে আমি জাত আর বর্ণের ধোকাবাজি সম্পর্কে কিছু বলতে চাই।
আপনি যদি যুক্তিবাদী মন নিয়ে বেদ,উপনিষদ,গীতা,স্মৃতিশাস্ত্র,রামায়ণ,মহাভারত,পুরাণ প্রভৃতি পাঠ করেন,  তাহলে দেখবেন,  জাত আর বর্ণ অভিন্ন। কেবল শব্দের কারসাজি।ব্রাহ্মণ্যবাদী চালাকি।

মানুষকে ছুঁতে না দিয়ে,  এঁরা গ্রন্থগুলি এতবার সংযোজন ও বিয়োজন করেছেন,  যে, গ্রন্থগুলির মধ্যে কোনটা আগে , আর কোনটা পরে জন্মেছে, তা,  বোঝা মুশকিল।
বেদের পুরুষসূক্ত-- চারবর্ণ সৃষ্টির কাল্পনিক জঘন্য সৃষ্টিতত্ব খাড়া করেছেন।আর সারা ঋকবেদ জুড়ে প্রাগার্য বা অনার্য তথা শূদ্রদের ধ্বংস কামনা করেছেন।

যে উপনিষদ মানুষকে অমৃতের পুত্র বলেছেন,  আবার সেই উপনিষদ ব্রাক্ষন আর ক্ষত্রিয়কে ঈশ্বরের শ্রেষ্ঠ সন্তান বলেছে আর চন্ডালকে পশুতুল্য করেছে।
পুরাণে মানুষের বিভিন্ন জাত সৃষ্টির ব্যাখা আছে।তা আবার ভগবান কর্তৃক।গীতা বর্ণপ্রথার নামে জাতব্যবস্থাকে আড়াল করার চেষ্টা করেছেন।কিন্তু পারেননি।যারা বলেন,  বংশগতজাত আর গীতার বর্ণ এক নয়,আমার মনে হয়  তাঁরা গীতা পড়েননি।
কৃষ্ণকে দিয়ে অর্জুনের বংশগত ক্ষত্রিয়ধর্মের কথা স্মরণ করিয়ে দিয়ে,  গীতার লেখক,  বর্ণ আর জাতের মধ্যে ভেদাভেদ ঘুচিয়ে দিয়েছেন।অর্থাৎ গীতাই প্রমাণ করেছেন,  যে,  বর্ণ আর জাত অভিন্ন।

জাত আর বর্ণ যদি আলাদা কিছু হতো তাহলে জাতিভেদ বিরোধিতার জন্য জ্ঞানদাস,তুকারাম,কবীর,শ্রীচৈতন্য
খুন হতেন না।
রবীন্দ্রনাথ তাঁর “শূদ্রধর্ম” প্রবন্ধে গীতার বর্ণপ্রথা ও স্ব-ধর্মের সমালোচনা করেছেন।

বিবেকানন্দ বলেছেন, “জাতিভেদ আছে বলে ৩০কোটি মানুষ আজ একটুকরো রুটি পাচ্ছে”।

গান্ধী বলেছেন “বর্ণবাদ খুবই বিজ্ঞানসন্মত।মানুষের পেশা নিয়ে কোনো সমস্যা থাকবে না”।অর্থাৎ মুচির ছেলে এম.এ পাশ করলেও পিতার জুতো সেলাইয়ের কাজ করবে।একি ন্যায় বিচার?একি জাতব্যবস্থা নয়?

১ম পাতাঃ-...................................
অরুপবাবু,
পৃথিবীর কোনদেশে Biotechnology Engineering আর Sperm Bank উন্নত মানব প্রজাতি সৃষ্টিতে নিয়োজিত হয়েছে জানালে বাধিত হব।এগুলি ব্যবহার করে পৃথিবীর কোথায় কতগুলি উন্নত মানব জাতি সৃষ্টি করা সম্ভব হয়েছে জানালে উপকৃত হব।

আর অনুলোম, প্রতিলোম বিবাহ,  পাশ্চাত্যকে প্রভাবিত করেছে,  এমন তথ্য দিলে ভালো হয়।

ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ্য,শূদ্র সৃষ্টির উৎস্য ভগবানের মুখ,বাহু,উরু ও পা এর যে অর্থ আপনি করেছেন তা একান্তভাবে জঘন্য ব্রাহ্মণ্যবাদকে বাঁচানোর জন্য প্রচারিত সূত্র।হিন্দুধর্ম তো জাতব্যবস্হার বালির স্তূপের উপর দাঁড়িয়ে আছে।জাত তথা বর্ণপ্রথার বিরুদ্ধে যাওয়া মানে,  হিন্দুধর্মের বিরুদ্ধে যাওয়া।তাই বিষাক্ত সাপকে দড়ি বলে চালিয়ে দেবার চেষ্টা করেছেন বাবাজিরা।
আপনি বলেছেন যে অনুকূলচন্দ্র ব্রাহ্মণের পরিবর্তে শূদ্রকে উপরে স্থান দিয়েছেন।আগে কিন্তু আপনি বলেছেন যে উঁচু্‌,নিচু্‌, জাতি বর্ণ,  কেবল শব্দের অপব্যাখা।তাই যদি হয় তাহলে অনুকূলচন্দ্র কেন শূদ্রকে উপরে স্থান দেবেন?
শূদ্রই তো জাতির চাকা
বৈশ্য জোগায় টাকা
ক্ষত্রিয়রা রাজার জাত
ব্রাহ্মণ সবার মাথা।

অরুপবাবু্‌,
কৃষ্ণের সাথে ঠাকুরের তুলনা অবান্তর বলছেন?ঠাকুর নিজেই কিন্তু বলেছেন আমাকে ঠাকুর বা ভগবান না বলে,  কৃষ্ণ বললে ভালো হয়।এই অবান্তর তুলনা কে করেছেন?
(আলোচনা প্রসঙ্গে-১৪,পৃঃ৩৩)

২য় পাতাঃ-.............................................
অরুপবাবু্‌,
প্রথমেই বলি,আমার উদ্দেশ্য নয় কাউকে আঘাত দেওয়া।আমার উদ্দেশ্য হল,  জাত তথা বর্ণপ্রথাকে আঘাত করা।
রক্ত বা বংশ নহে‌, গুণ ও কর্ম অনুসারে বর্ণ ধারনাটির সৃষ্টি।এমন আপনার অভিমত।আমি বলব এইমত আপনার স্বতন্ত্র নয়।এ ব্রাহ্মণ্যবাদের প্রভাব।জাত আর বর্ণের মধ্যে ততটাই তফাৎ,  যতটা তফাৎ,  মল আর বিষ্ঠার মধ্যে।বর্ণ সৃষ্টির কারিগর গীতার ব্রাহ্মণ লেখক।গীতার লেখক কিন্তু জাত আর বর্ণের মধ্যে বিভেদ দেখাতে ব্যর্থ হয়েছে।যুদ্ধ না করার সিদ্ধান্তের জন্য অর্জুনকে তার বংশগত ক্ষত্রিয় ধর্মের তিরস্কার করে,  গীতা প্রমাণ করেছেন,  যে জাত আর বর্ণ অভিন্ন।

অরুপবাবু্‌,
আপনি বলেছেন যে দক্ষিণ ২৪ পরগনার ব্রাত্য জনেরাই ঋত্বিক।আমার প্রশ্ন হল,  এই ঋত্বিকদের দ্বারা দক্ষিণ ২৪ পরগনার ব্রাত্যজনের কি উন্নতি সাধিত হয়েছে?
ঠিকই বলেছেন যে ব্রাহ্মণ আর ব্রাহ্মণ্যবাদ এক নয়।কিন্তু এটি ভুললে চলবে না যে, ব্রাহ্মণ্যবাদের কারিগর হল ব্রাহ্মণ।ব্রাহ্মণের জন্যই ব্রাহ্মণ্যবাদ।ব্রাহ্মণ্যবাদের পিতা ব্রাহ্মণ।ব্রাহ্মণ্যবাদের মাথায় ব্রাহ্মণ।ব্রাহ্মণ্যবাদে মানুষ কেবলই ব্রাহ্মণ ।ব্রাহ্মণের স্বার্থেই ব্রাহ্মণ্যবাদ।
আপনি কাল্পনিক রামায়ণের,  ব্রাহ্মণ রাবণের অধঃপতনের কথা বলেছেন।কিন্তু বাস্তবে কোনো মহান গুণ সম্পন্ন অব্রাহ্মণ শংকরাচার্যের আসন পেয়েছে কি?কাল্পনিক ব্রাহ্মণ্যবাদী ধর্মশাস্ত্র নয়,  বাস্তবে দেখুন, সারা ভারতে কটা শূদ্র ব্রাহ্মণ হয়েছেন ? ব্রাহ্মণ শাস্ত্রকাররা শূদ্রকে মানুষ জ্ঞান না করে পরজন্মে তাদের ব্রাহ্মণ হওয়ার লোভ দেখিয়েছে।কিন্তু ব্রাহ্মণের মহিমা প্রচারে তারা মাত্রা ছাড়িয়েছেন।ভগবানকে দিয়ে ব্রাহ্মণের পা ধুইয়েছেন,  আবার ব্রাহ্মণকে দিয়ে ভগবানের বুকে লাথি মারিয়েছেন।তাই এদের লেখা গ্রন্থের চরিত্রের সাথে বাস্তবকে মেলাতে গেলে বোকামি হবে।

“Each man is created equal
With the same blood
But different characteristics”.

বাস্তবে কি প্রতিটি মানুষ equally created? কি করে equal হয়? কেউ বিকলাঙ্গ,কেউ অন্ধ,কেউ বোবা,কেউ কালা তো কেউ যুক্ত অঙ্গ বিশিষ্ট।তাহলে equal কোথায়? Same blood ? Blood তো চার প্রকার।Same blood কিভাবে?
বিবাহের পূর্বে বর্ণের হিসাব মানে জাতিভেদ নয়? তো কি? ব্রাহ্মণ সন্তানের পিতা কি জেলেপাড়ায় গিয়ে দেখে তার ছেলের যোগ্য পাত্রী খোঁজেন? না বাগদি পাড়ার সুন্দরী কন্যার পিতা ব্রাহ্মণ পাড়ায় গিয়ে তাঁর মেয়ের জন্য যোগ্য পাত্র খোঁজেন?এসব জঘন্য জাতিভেদকে, আড়াল করার ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত ছাড়া কিছুই নয়।

উৎকৃষ্ট বীজ,নিম্ন অর্থাৎ অধিকতর কম উৎকৃষ্ট ক্ষেত্রে ভালো ফল দেয়।এই বক্তব্যের কি কোনো বৈজ্ঞানীক সত্যতা আছে?উৎকৃষ্ট বীজের জন্য উৎকৃষ্ট জমিই তো দরকার।আবার উৎকৃষ্ট মাটিতে নিম্নমানের বীজ সুপ্রজননের অন্তরায়।নিম্নমানের বীজ যেকোনো মাটিতে নিম্নমানের উদ্ভিদ দেবে ।উৎকৃষ্ট মাটি বলার প্রয়োজন কোথায়?
এই বীজ সংগ্রহ কিভাবে করেন? যে দোকানে উৎকৃষ্ট বীজ পাওয়া যায় সেই দোকানে যান ? না ব্রাহ্মণ-ক্ষত্রিয়-বৈশ্য-শূদ্র-মুচি-মেথর-চণ্ডাল,  সবার দোকান যাচাই করেন? সব দোকান ঘুরে দেখে যাচাই করেন কি? যাচাই কজন করে ? তারমান সবাই জাত খোঁজে,  বর্ণ নয়।

৩য় পাতাঃ-..........................................
এব্যাপারে আমি আপনার সাথে একমত যে সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং ক্ষুদ্র ক্ষুদ্র দানে মহান কাজ হয়।সেই কাজ যদি দাতারা দেখতে পায়,  তাহলে তারা তৃপ্তি পায়।বিহারের বাইরের ভক্তদের সেই বোধ সেই সুযোগ নেই।

তবে অরুপবাবু,
আমি মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করি যে জঘন্য জাতব্যবস্থা,  তথা বর্ণপ্রথা,  মানবতার শত্রু, দেশের শত্রু।ভারতকে অধঃপতিত করেছে এই জাত তথা বর্ণব্যবস্থা।আমি চরম ঘৃণা করি এই ব্যবস্থার স্রষ্টাদের, আর তাদেরকে যারা বর্ণব্যবস্থার নামে,  জাতব্যবস্থাকে বাঁচাতে মরিয়া।জাতিভেদের ঊর্বর জমিতে অবতার আর মহাপুরুষদের ছড়াছড়ি।এরা কিন্তু সবাই প্রায় ব্রাহ্মণ।এরা ভক্তদের কাছে অসীম ক্ষমতার অধিকারী।

জাতিভেদের কবল মুক্ত করে,  ছত্রভঙ্গ মানুষকে নিয়ে,  একটি শক্তিশালী মানব সমাজ গঠনের ক্ষমতা এদের হয়নি।এরা ব্রাহ্মণ্যবাদী ভেদাভেদের সূত্র প্রয়োগ করে  নিজেরাই আলাদা প্রতিষ্ঠান খুলে বসে পড়েছে।যেহেতু এরা পৈতেধারী ব্রাহ্মণ, তাই নিজেদের ব্রাহ্মণ সমাজের স্বার্থে,  জঘন্য ব্রাহ্মণ্যবাদী কু-রীতিনীতিকে ঘুরিয়ে ফিরিয়ে প্রচার করেছেন।ব্রাহ্মণ্যতন্ত্রকে বাঁচাতে জাতব্যবস্থা,  তথা,  বর্ণব্যবস্থার প্রতি শ্রদ্ধা বাড়ানো এদের উদ্দেশ্য।
Intercaste marriage ছাড়া শক্তশালী সমাজ কখনোই সম্ভব নয়।ব্রাহ্মণ্যবাদী অবতার ব্রাহ্মণরা কখনোই চায়নি intercaste marriage হোক,মানুষ বৃহৎ আত্মীয়তা অনুভব করুক,  এবং মানুষ সঙ্গবদ্ধ হোক, শক্তিশালী হোক।ব্রাহ্মণঅবতার মহাপুরুষরা শুধুই নিজেদের অস্তিত্ব রক্ষ্যার জন্য এমন শক্তিশালী সমাজ গঠনের বিরোধী ।

PRASANTA KUMAR MONDAL
Prasanta2032.blogspot.com

Pranab Kumar Kundu
Pranab Kumar Kundu         ভালো লেখা ! সারবর্তা আছে ! তবে প্রতিটি ক্ষেত্রে 'রেফারেন্স' দিতে পারলে ভালো হোত !

Pranab Kumar Kundu

ফেসবুক ডট কম ২


ফেসবুক ডট কম ২



আজ সকালে, ১৪/১১/২০১৭ তারিখে,  'স্মৃতিগুলো'  এলো।
আপনাদের বিজ্ঞাপনদাতা কর্তৃক  'অতিষ্ঠ' হয়ে, শেষ পর্যন্ত,  'স্মৃতিগুলো'  চলে গেল !

কিছু সময় পরে, আবার  'স্মৃতিগুলো'  এলো !
আবার, আপনাদের বিজ্ঞাপনদাতার,  'অকল্যাণকর'  কাজের জন্য,  'স্মৃতিগুলো'  চলে গেল !

সারাদিন তো আমি, 'কমপিউটার'  খুলে রেখে, কমপিউটারের সামনে বসে থাকতে পারি না !

আপনাদের ভারপ্রাপ্ত আধিকারিককে বলুন,  'স্মৃতিগুলো'  'বিজ্ঞপ্তি'তে  'লিঙ্ক'  দিয়ে দিতে !

তাহলে তো সুবিধা হয় !

নমস্কার !

প্রণব কুমার কুণ্ডু।

১৪/১১/২০১৭।

যোগব্যায়াম


যোগব্যায়াম


ইংরেজি অংশ, রাজীব মালহোত্রর বক্তব্য !
ফেসবুকের সৌজন্যে পাওয়া !
শেয়ার করেছেন     প্রণব কুমার কুণ্ডু।


Most viewers will be surprised to learn about the rapidly expanding movement among Muslims to appropriate Yoga.

Teachers and Islamic experts are collaborating to modify Yoga by removing aspects seen as Hinduism, and by adding links with Islam.

In this episode I analyze video clips from Muslim Yoga teachers in Pakistan, India, Canada and USA.

I survey and comment on many kinds of Muslim postures toward Yoga, such as:

1. Outright rejection of Yoga, seen as shrik, meaning it is banned by Allah.

2. Attitudes of blatant Hinduphobia, even in some Western schools of Islam.

3. Demand to remove surya-namaskar because it is seen as idol worship which is banned in Islam.

4. Demand to remove Om because only Allah's name can be chanted.

5. Demand to remove all mantras because they relate to "false gods" and infidel practices.

6. Replacing silence with chanting Allah's name.

7. Chanting verses from Qur'an during the practice.

8. Claiming that Yoga was not originally Hindu, but that Hindus hijacked it into their religion.

9. Trying to unite all Abrahamic religions (Judaism, Christianity, Islam) against features in Yoga that are "not friendly to Monotheism", and blaming these features on BJP.

10. Digesting Yoga systematically into Arabic vocabulary and claiming that it maps on to Islamic practices.

My analysis in the final few minutes of the episode presents my advice to Muslims as well as to Hindu teachers.

To help our movement, please donate by going to: https://infinityfoundation.com/donate/


[ নিম্নের অংশ স্বয়ংকৃতভাবে, অনুবাদের চেষ্টা হয়েছিল, কিন্তু, প্রচুর ভুলভ্রান্তি থেকে গেছে !
বক্তব্য অস্পষ্ট এবং বিভ্রান্তিকর !
সেকারণে গুরুত্ব দেওয়ার দরকার নেই !
তবু একবার পড়ে দেখতে পারেন !
আমি মুছে ফেলিনি !
শেয়ার করেছেন       প্রণব কুমার কুণ্ডু। ]

বেশিরভাগ দর্শক এই বিষয়ে দ্রুত যোগব্যায়াম করার জন্য দ্রুত বর্ধনশীল এক আন্দোলন সম্পর্কে জানতে অবাক হবেন ।
শিক্ষক এবং ইসলামিক বিশেষজ্ঞ বিভিন্ন বিষয় হিসেবে করা হয়, এবং ইসলামের সাথে লিঙ্ক যোগ করে ।

এই পর্বে আমি পাকিস্তান, কানাডা এবং ইউএসএ-এর মুসলিম যোগব্যায়াম শিক্ষক থেকে ভিডিও ক্লিপ বিশ্লেষণ করছি ।

আমি সার্ভে আর কমেন্ট কমেন্ট আসন আসন আসন, যেমন:
1. রকাশ (যোগব্যায়াম) রকাশ, হিসেবে দেখা যায়, তা হলো লাহ ।
2. এর মনোভাব, এমনকি ইসলামের কিছু পশ্চিমা স্কুল ।
সুর্য্য - নমস্কার অপসারণ 3. চাহিদা কারণ দেখা যাচ্ছে যে আইডল উপাসনা নিষিদ্ধ করা হয়েছে ।
4. চাহিদা অপসারণ কারণ একমাত্র আল্লাহর নাম স্লোগান দেয়া যায় ।
5. চাহিদা সব মন্ত্র দূর করার জন্য, কারণ তারা "মিথ্যা দেবতাদের" ও কাফের অনুশীলন করতে পারে ।
6. । প্রতিস্থাপন করার সাথে সাথে নিরবতা পালন করা হয় ।
7. । কুরআন থেকে আয়াত জপ প্রাকটিস করেন ।
8. দাবি করা হয়েছে যে যোগব্যায়াম আসলে হিন্দু নয়, কিন্তু হিন্দুরা তাদের ধর্মের মধ্যে ছিনতাই করেছে ।
9. চেষ্টা (ইহুদি) ধর্ম (ইহুদী, খ্রীষ্টধর্ম, ইসলাম)-এর বিরুদ্ধে বৈশিষ্ট্য (), এবং বিজেপি-এর জন্য এই সমস্ত বৈশিষ্ট্য দোষারোপ করে ।
10. digesting যোগব্যায়াম নিয়মতান্ত্রিকভাবে 10. digesting যোগব্যায়াম ইসলামিক অনুশীলন মানচিত্র ।
আমার বিশ্লেষণ এই পর্বের শেষ কয়েক মিনিটের মধ্যে আমার উপদেশ উপস্থাপন করে হিন্দু শিক্ষক হিসেবে ।

আমাদের আন্দোলনকে সাহায্য করার জন্য, দয়া করে দান দান করুন: https://infinityfoundation.com/donate/
 ·
News18 Bangla