রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

শ্রীকৃষ্ণ


শ্রীকৃষ্ণ



শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীবিষ্ণুর অষ্টম অবতার !
বিষ্ণুর অবতার বরিষ্ঠ !
বিষ্ণুর অবতারদের মধ্যে, কৃষ্ণ অনেক পেছনে !
ভাগবত মতে, বিষ্ণুর  ২০তম  অবতার শ্রীকৃষ্ণ !
আবার, শ্রীবলরামও, বিষ্ণুর অষ্টম অবতার বলে,  কোথাও কোথাও উল্লেখ আছে !
কোথাও কোথাও বা, আলাদা ভাবে, বলরাম-এর মন্দিরও আছে !

দ্বাপর যুগের শেষের দিকে, ভাদ্র মাসের রোহিণী নক্ষত্রে, কৃষ্ণপক্ষীয় অষ্টমী তিথিতে,  শ্রীকৃষ্ণের জন্ম !

ইসলাম ধর্ম


ইসলাম ধর্ম



ইসলাম ধর্মমতে, তাঁদের কোন মানুযের,  মানবজীবন একটাই,  এবং তা একবারই আসে !
তাঁদের পুনরায় দেহধারণ বা পুনর্জন্ম বলে কিছু নেই !
তবে যার যার কিয়ামতের দিন, তাকে তাকে, আল্লাহ কর্তৃক পুনরুত্থিত করা হবে ও আল্লাহ তাঁদের বিচার করবেন !
পুনরুত্থিত অবস্থায়, যার যার কৃতকর্মের ওপর ভিত্তি করে, তার তার, বিচারের প্রতিদান, আল্লাহ দেবেন, যা অনন্ত কালের জন্য বলবৎ থাকবে !

আমাকে যদি বলতে দেয়া হয়, তবে আমি বলব, ক্ষণকালের জন্যে হলেও, আল্লাহর হেফাজতে থেকে, তাঁদের পুনরুত্থান হবে বা তাঁদের জ্ঞান ফিরে আসবে... তারপর বিচারের ফয়সালা জেনে নিয়ে, অনন্তকাল, অর্থাৎ, অসীম কালের গহ্বরে, আল্লার হেফাজতেই,  তারা থেকে যাবে...

কিয়ামত বা কেয়ামত।
ইসলামি মতে, সমাধি থেকে মৃতের পুনরুত্থান। মহাবিচারক কর্তৃক মৃতদের পাপপুণ্যের বিচার। ওটাই শেষ বিচার। এবং ওটাই শেষ।

কিয়ামত বা কেয়ামত। আরবি শব্দ, 'কি'য়ামৎ'।

সূত্র : 'আকাশতথ্য' ( internet )। উইকিপিডিয়া।