রবিবার, ৫ মার্চ, ২০১৭

কালী


কালী



কালী।
আদ্যাশক্তি মহামায়ার বিশেষ রূপ !

অসুর শুম্ভ নিশুম্ভের সঙ্গে যুদ্ধে, চণ্ডবধকালে, জগজ্জননী অম্বিকার 'ললাট' থেকে, কালী-মাতার উৎপত্তি ! ইনি রক্তবীজেরও সমুদয় রক্ত পান করে, রক্তবীজের বিনাশসাধন করেন ! রক্তবীজকে সবংশে,  বংশধ্বংস করেন !

ইনি 'দক্ষযজ্ঞে' যাওয়ার সময়, 'সতী' রূপ ধারণ করেন !

কালীমূর্তি, 'দশমহাবিদ্যার' অন্তর্গত, অন্যতম 'মহাবিদ্যা' !

শিব [ তিন ]


শিব [ তিন ]



শিব ধ্বংসের দেবতা !
তাই, শিবকে অনেকে পছন্দ করে না !

সেইজন্য,  নরমুণ্ড, নরকঙ্কাল, শ্মশান, চিতাভস্ম ইত্যাদি, শিবের সাথে, জড়িয়ে দেওয়া হয়েছে !

শিব, বিষধর সাপ নিয়ে বাস করেন !
দ্বিতীয়বার সমুদ্রমন্থনে প্রাপ্ত, 'হলাহল' পান করেন !
তাতে শিবের কিচ্ছুটি হয় না !

কেননা, শিব 'মৃত্যুঞ্জয়' !

শিবের কাছে, সমস্ত বিষ, 'নির্বিষ' !

শিব, সমুদ্রমন্থনে প্রাপ্ত, 'অমৃত' পান নি !

শিব, তাঁর বাহন, ষাঁড়ের পিঠে চড়ে আসছিলেন !

ষাঁড়, এমনিতেই ধীর গতিতে হাঁটে ! সেরকম ভাবে দৌড়তেও পারে না !  আকাশপথে উড়ে যাবার জন্য ষাঁড়ের ডানাও নেই ! তারপরে ষাঁড়ের পিঠে, বাঘের ছাল পেতে, বসে ছিলেন, ভুঁড়িওয়ালা, অত ভারি, শিব ঠাকুর !
তাই, ষাঁড়ের চলার গতি আরো 'শ্লথ' হয়ে গিয়েছিল !

শিব, ঘটনাস্থলে, অনেক দেরিতে এসে পৌঁছেছিলেন !

তখন সব 'অমৃত' ফুরিয়ে গিয়েছিল !

খালি ভাণ্ডটি উল্টিয়ে পড়েছিল !

আসলে শিবের কথা, অন্য দেবতারা, কেউ মনে রাখেন নি ! কেননা 'শিব'তো 'অনার্য' দেবতা ! অন্য দেবতারা সব যে 'আর্য' দেবতা !

আর্য দেবতারা, 'স্বার্থপর' !