অভিধান
একটা অভিধান থেকে উদ্ধৃতি দিচ্ছি !
" গর্ভে পুত্র জন্মিলে গর্ভিণীর দক্ষিণ চক্ষুঃ বৃহত্তর হয়, "
" দক্ষিণ স্তনে অগ্রে দুগ্ধ সঞ্চারিত হয়, "
" দক্ষিণ উরু স্থূল ও মুখ এবং বর্ণ উজ্জ্বল হয়, "
" স্বপ্নে পুংলিঙ্গবাচক দ্রব্যাদিতে অভিলাষ জন্মে। "
" আর গর্ভে কন্যা জন্মিলে বাম চক্ষুঃ বৃহত্তর হয়, "
" বাম স্তনে অগ্রে দুগ্ধ জন্মে,"
" বাম ঊরু স্থূল ও মুখ ও বর্ণ মলিন হয়। "
এগলো 'অভিধান'টি কোথা থেকে পেয়েছে, জানতে ইচ্ছা করে !
এগুলো অবিদ্যা এবং অবিজ্ঞান প্রসূত বলে, আমার মনে হয়।
অভিধানটির নাম,
" সরল বাঙ্গালা অভিধান "
" সুবলচন্দ্র মিত্র সংকলিত "
" সংশোধিত পরিমার্জিত ও পরিবর্ধিত নবম সংস্করণের প্রধান উপদেষ্টা জ্যোতিভূষণ চাকী "
" পরিমার্জনা ও সম্পাদনা শৈলেন ভক্রবর্তী "
প্রকাশক করেছেন : জনৈক " স্রী অরুণ চন্দ্র মজুমদার "
ছেপেছেন : জনৈক '' শ্রী বরুণচন্দ্র মজুমদার "
" নিউবেঙ্গল প্রেস ( প্রাঃ ) লিমিটেড ৬৮, কলেজ স্ট্রিট কলকাতা -৭০০০৭৩ "
'' মূল্য : ৫৫০.০০ ( পাঁচশো পঞ্চাশ টাকা ) "
দেখতে পারেন, ৪৩৮ পাতায় " গর্ভবতী "
"পুনমুদ্রণ : এপ্রিল ২০১৬ "
আমি পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষন করছি, ঐসব অবিজ্ঞানপ্রসূত 'অভিধান'টির বিক্রি বন্ধ করে দেওয়া কিনা, তা নিয়ে চিন্তা-ভাবনা করুন !
ওদের বিরুদ্ধে কি অসত্য আজগুবি কথা প্রচার করার জন্য, আইনানুগ ব্যবস্ধা নেওয়া যায় ?
এই পুস্তক সংস্থাটি, সম্ভবত, দেব সাহিত্য কুটিরের একটি সহযোগী বা বর্ধিত সংগঠন। দেব সাহিত্য কুটিরের মালিক পক্ষ, এই প্রেসটি, এবং তার ব্যবসায়িক সত্ত্ব, কিনেছেন বলে শুনেছি।