ঈশ্বরের নিত্যধাম ( গদ্যরচনা )
সেখানে চাঁদ নেই।
নক্ষত্র নেই।
ঈশ্বরের নিত্যধামে, চাঁদ-তারা দেখার জন্য, বায়না করা যাবে না।
ওখানে দুঃখ নেই।
মৃত্যুও নেই।
সেখানে কেউ গেলে, আর ফিরেও আসে না।
ঈশ্বরের নিত্যধাম হল, সচ্চিদানন্দময়, দিব্য, চেতন, এবং ঈশ্বরেরই স্বরূপ।
ঈশ্বরের পরমধাম, ঈশ্বর থেকে অভিন্ন।
এখানে নিত্যধাম আর পরমধাম একই ধাম।
ঈশ্বরের পরমধাম, মায়াতীত ধাম।
একেই অব্যক্ত, অক্ষর, এবং পরমগতিও বলা হয়।
ঈশ্বরের পরমধাম হল, সদানন্দ, পরমানন্দ, শান্ত, সনাতন, সদাকল্যাণকর এবং কল্যাণস্বরূপ।
* সূত্র তত্ত্ব-বিবেচনী, পৃষ্ঠা ৫২৪-৫২৫। গীতা প্রেস।