মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

জানুন


জানুন

কলকাতা  ২৪/৭-এর লিঙ্ক-এর অংশবিশেষ,  তারিখ ২৬শে নভেম্বর ২০১৭,   শেয়ার করেছেন,   প্রণব কুমার কুণ্ডু ।

সৌজন্যে              রামপ্রসাদ গোস্বামী !



মিঠুন চক্রবর্তী রাজ্যসভার সাংসদ হয়েছিলেন৷ মুনমুন সেন, অভিনয় জীবন শেষ করে এখন বাঁকুড়া থেকে ভারতের লোকসভার সাংসদ৷ দেব, ঘাটাল থেকে লোকসভার সাংসদ৷ দেবশ্রী রায়, তাপস পাল, শতাব্দী রায়, চিরঞ্জিত চক্রবর্তী, কবির সুমন, অর্পিতা ঘোষ, সন্ধ্যা রায় প্রতিবাদের পুরষ্কার পেয়েছেন৷ ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেন তো এখন মমতা সরকারের মন্ত্রী৷ তালিকায় রয়েছেন শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী সহ আর অনেক বড় বড় নাম৷ মমতা হাত ধরে ক্ষমতার কেন্দ্রে এসেছেন অনেকেই৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে ‘শ্রী’ পুরস্কার নিয়েছেন আরও অনেকে৷