শক
প্রণব কুমার কুণ্ডু
শকরা ( Scythians, সিথিয়ানস ) ছিল মধ্য এশিয়ার অশ্বারোহী যাযাবর জাতি।
নিজেদের শকরা ওদের ভাষায় বলত, Skudat, মানে তীরন্দাজ।
শকরা ছিল দক্ষ তীরন্দাজ।
বিষ মাখানো ও কাঁটাযুক্ত তীর ছুঁড়তে তারা ছিল ওস্তাদ।
শকরা ছিল দক্ষ ঘোড়সওয়ার। ঘোড়ায় চড়ে যুদ্ধ করত আর বিষ মাখানো ও কাঁটাযুক্ত তীর ছুঁড়ে শত্রু পক্ষকে ঘায়েল ও হত্যা করত।
শকরা গাঁজাপ্রিয় ছিল।
গাঁজা শকসংস্কৃতির অঙ্গ ছিল। ইউরোপের অনেক দেশে ওরা গাঁজার ব্যবসা করত।
পরবর্তিতে শকেরা মধ্য এশিয়া ত্যাগ করে, প্রাচীন দক্ষিণ রাশিয়ার কৃষ্ণ সাগরের উত্তরে ক্রিমিয়ায় পরিযাণ করেছিল।
ক্রিমিয়া তুষারাচ্ছন্ন দেশ।
ওখানে পাইন বন।
পাইন বনে হরিণ।
পুরুষ হরিণের প্রতি, প্রাচীন শক জাতি, গভীর শ্রদ্ধা পোষণ করত, যা ওদের শিল্পকলায় দেখা যেত।