রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

যিশুখ্রিস্টের বংশ


যিশুখ্রিস্টের বংশ




আব্রাহামের বংশধর দাউদ।
দায়ুদ ছিলেন রাজা।
দাউদ বংশে জন্মগ্রহণ করেছিলেন মহান যিশু।

আব্রাহাম ছিলেন ডেভিডের ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষ।

দাউদের সময় থেকে ব্যাবিলনে নির্বাসিত হওয়ার সময় পর্যন্ত তাঁরা ছিলেন চোদ্দ পুরুষ।

ব্যাবিলনে নির্বাসিত হওয়ার পর থেকে, যিশুখ্রিস্টের জন্মের সময় পর্যন্ত, আরও চোদ্দটি পুরুষ ঐ বংশে জন্মেছিলেন।

আব্রাহামিক রিলিজিয়নের, আব্রাহামের বংশধরদের মধ্যে, একজন ছিলেন ষাকোব।
যাকোবের পুত্র যোষেফ।

যোষেফ ছিলেন যিশুর মা মেরীর স্বামী।
যোষেফ সামাজিক ভাবে ছিলেন যিশুর ( Jesus ) পিতা !
কিন্তু সে সম্বন্ধে গল্প* বানানো হয়েছে !

মেরী কোন বংশের কন্যা ছিলেন ?
জানা যায় না !

যিশুর মা মেরী।
বলা হয় যিশুর মা, 'কুমারী' ( Virgin ) মেরীর গর্ভে যিশুর জন্ম !
'কুমারী' বলতে, যিশুর মা মেরী কিন্তু অবিবাহিতা ছিলেন না !
যদিও 'কুমারী' বলতে অনূঢ়া অর্থাৎ অবিবাহিতা কন্যাকেই বোঝায় !

virgin :
A maiden.
A woman who has had no sexual intercourse !
যৌনসঙ্গম অনভিজ্ঞা বা অক্ষতযোনি স্ত্রীলোক !

* গল্প :
যৌনসঙ্গম ব্যতিরেকে যিশুর জন্ম !
কোন পুরুষের সাথে ষৌনসঙ্গম ছাড়াই যিশুর জন্ম !
কোন পুরুষের ঔরস-ব্যতিরেকে ( পিতৃত্বে, বীর্যে ) যিশুর জন্ম !
যেমন মহাভারতের গল্পের কর্ণের জন্ম !

খ্রিস্টানদের ধর্মশাস্ত্রে বর্ণিত, খ্রিস্টান-ঈশ্বরের এক স্বর্গীয় দূত, 'অবিবাহিতা' ( ? ) 'Virgin' ( ? ) মেরীকে, একটি স্বপ্ন দেখান ! দেখান যে,  মেরীর গর্ভে ঈশ্বরের নিজের একপুত্রসন্তান জন্মগ্রহণ করবে ! তিনি হবেন ঈশ্বরের পুত্র ! ঈশ্বর হবেন তাঁর পিতা !
সাধারণের কাছে ব্যাপারটা গোপন রইল !

যথারীতি মেরী একটি পুত্রসন্তান প্রসব করলেন।
প্রসবের যাতনা-যন্ত্রণা-কষ্ট তিনি পেলেন !
তবে গর্ভসঞ্চারের জন্য যৌন-আনন্দ মেরী পান নি !

লোকেরা জানল, যোষেফের একটি পুত্রসন্তান হয়েছে !
নাম রাখা হল যিশু ( Jesus )।
পরবর্তিতে যিশুই খ্রিস্ট ( Christ )।
দুটি নাম একসাথে করে, যিশুখ্রিস্ট !


প্রণব কুমার কুণ্ডু