নেতাজি ( দুই )
বর্তমানের খবর
শেয়ার করেছেন প্রণব কুমার কুণ্ডু
নাম না করে গান্ধী-নেহরু পরিবারকে তোপ মোদির
একটি পরিবারকে বড় করতে
নেতাজিকে ছোট করা হয়েছে
সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি, ২১ অক্টোবর: একটি ‘পরিবার’কে বড় করতে গিয়েই নেতাজির মতো ব্যক্তিত্বকে ছোট করা হয়েছে। নেতাজির অবদানকে ভোলানোর চেষ্টা হয়েছে। সুভাষচন্দ্র বসুর স্বপ্নের আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি উদযাপনে লালকেল্লায় দাঁড়িয়ে আজ এভাবেই নাম না করে নেহরু-গান্ধী পরিবারের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, ‘এটা খুবই দুঃখজনক যে একটি মাত্র পরিবারকে বড় করে দেখাতে গিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল, বাবাসাহেব আম্বেদকরের মতো দেশের সুযোগ্য সন্তানদের ছোট করা হয়েছে, একইভাবে নেতাজির অবদানকেও ভোলানোর চেষ্টা হয়েছে।’
নেতাজি ভক্তদের আবেগ এবং দেশপ্রেমকে আরও বেশি করে উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রী বলেন, ‘নেতাজির দেখানো পথই আমরা অনুসরণ করে চলছি। সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পূরণ করাই আমাদের সরকারের লক্ষ্য।’ নেতাজিকে আজাদ হিন্দ সরকারের প্রধানমন্ত্রী আখ্যা দিয়ে মোদি বলেন, ‘দেশ স্বাধীন হয়েছে ঠিকই। কিন্তু নেতাজির স্বপ্নের ভারত এখনও গড়ে ওঠেনি। আমাদের সরকার সেই স্বপ্ন পূরণ করবে। ২০২২ সালের মধ্যে নতুন ভারত গড়ে তোলাই আমাদের সংকল্প।’
নরেন্দ্র মোদি জানিয়ে দেন, নেতাজি যেভাবে দুঃসাহসী পদক্ষেপ নিতে পারতেন, আমাদের সরকারও তেমনই সার্জিক্যাল স্ট্রাইক করেছে। বলেন, ‘সুভাষচন্দ্র বসুর রানি ঝাঁসি বাহিনীর মতো আমরাও যুদ্ধের ময়দানে লড়াকু মহিলাদের জায়গা করে দিয়েছি। ভবিষ্যতেও আমরা সাহসী পদক্ষেপ নেব। আমাদের যে আক্রমণ করবে, তাদের দ্বিগুণ শক্তিতে জবাব দেব। যেকোনও মূল্যে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব।’
১৯৪৪ সালের ১৪ এপ্রিল মণিপুরের মৈরাংয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে নেতাজি প্রতিষ্ঠিত আজাদ হিন্দ বাহিনীর পতাকা উড়েছিল। নেতাজি স্বপ্ন দেখেছিলেন, একদিন লালকেল্লাতেও উড়বে অখণ্ড স্বাধীন ভারতের পতাকা। সময়ের সঙ্গে সঙ্গে সেই পতাকা উড়েছে ঠিকই, কিন্তু ভারতের অখণ্ডতা অক্ষত থাকেনি। তাই আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি উদযাপনের অন্যতম প্রধান আয়োজক তথা নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসুর অনুরোধে লালকেল্লার প্রাচীরে নয়, দুর্গের মধ্যে যেখানে আজাদ হিন্দ বাহিনীর সেনাদের রাখা হয়েছিল, সেই তিন নম্বর বারাকের সামনে প্রধানমন্ত্রী উত্তোলন করলেন তেরঙ্গা জাতীয় পতাকা। মাথায় পরলেন আজাদ হিন্দ ফৌজের টুপি।
মোদি বললেন, ‘নেতাজি বিভাজনের রাজনীতি করতেন না। সমানাধিকারের সম্মান দিতেন। অখণ্ড ভারতই ছিল তাঁর স্বপ্ন। তাই জীবন বাজি রেখে তিনি ভারতমাতার মুক্তির লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন।
যে ব্রিটিশ রাজত্বে সূর্য কখনও অস্ত যেত না, নেতাজি সেখানে কেবল আজাদ হিন্দ বাহিনী গঠনই করেননি। আজাদ হিন্দ সরকারের নিজস্ব ব্যাঙ্ক ছিল, মুদ্রা ছিল, ডাকটিকিট ছিল। ছিল ভারতীয় ভাবনায় দেশ গড়ার পরিকল্পনা।’ প্রধানমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হলেও ব্রিটিশদের চশমাতেই দেখা হয়েছে। তৈরি হয়েছে পরিকল্পনা। তাই আজ যদি নেতাজির পরিকল্পনা অনুযায়ী ভারতীয় ভাবনায় দেশ গড়া হত, পরিস্থিতি অন্যরকম হত।
কেবল স্বরাজ নয়, সুরাজ্যও প্রয়োজন।
আমরা সেই ভারত গড়ব। মন্তব্য করেন মোদি।
আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি উদযাপনে প্রধানমন্ত্রী এদিন নেতাজির নামে সরকারি সম্মানও ঘোষণা করেন। চাণক্যপুরিতে জাতীয় পুলিস সংগ্রহশালার উদ্বোধনে প্রধানমন্ত্রী ওই সম্মানের কথা ঘোষণা করেন। পরে লালকেল্লার অনুষ্ঠানেও সেকথা জানিয়ে মোদি বলেন, প্রাকৃতিক বিপর্যয়ে যেসব পুলিস কর্মী, তা সে জাতীয় বিপর্যয় মোকাবিলা টিমেরই হোক বা রাজ্যের, যাঁরা জীবন বাজি রেখে উদ্ধারকাজ করেন, তাঁদের নেতাজির নামে ওই জাতীয় সম্মান দেওয়া হবে।
লালকেল্লার মধ্যে আজাদ হিন্দ বাহিনীর একটি সংগ্রহশালারও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
২০১৯ সালের ২৩ জানুয়ারি সেটি উদ্বোধন হবে বলে জানিয়ে দেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা।
প্রণব কুমার কুণ্ডু
লালকেল্লার অনুষ্ঠানে এদিন চন্দ্র বসুর পাশাপাশি নেতাজি পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন।
মঞ্চে ছিলেন আজাদ হিন্দ বাহিনীর নবতিপর সেনা লালতি রাম, হীরা সিং, আমির লালের মতো ব্যক্তিত্ব।
নেতাজিকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তৃতার তাঁরা যেমন প্রশংসা করেন, দর্শক আসন থেকেও ওঠে ‘মোদি’ ‘মোদি’ স্লোগান।