শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮

রূপক রায়-এর কলাম ( নয় )


   রূপক রায়-এর কলাম ( নয় )


   ফেসবুক থেকে      শেয়ার করেছেন      প্রণব কুমার কুণ্ডু


ইসলামের ৫ টি স্তম্ভের সাথে কোরানের সম্পর্ক কতটুকু ?
মুসলমানরা খুব জোর গলায় প্রচার করে যে, ইসলামের স্তম্ভ বা খুটি হলো ৫টি, যেমন-
১. কালিমা
২. নামাজ
৩. রোজা
৪. হজ্জ ও
৫. যাকাত।
এর সাথে তারা আরও বলে যে ইসলামের সংবিধান হল কোরান।
এখন দেখা যাক ইসলামের সংবিধানে এই ৫টি খুঁটির একটিও আছে কিনা ?
ইসলামের ১ নং খুঁটি, কালিমা, (লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ), এই বাক্যটি কি কোরানে লিখা আছে ?
নাই।
ইসলামের দুই নং খুঁটি নামাজ, নামাজ কিভাবে আদায় করতে হবে, তা কি কোরানে বর্ননা করা হয়েছে ?
না।
ইসলামের তি নং খুঁটি রোজা, রোজা কিভাবে রাখতে হবে, কিভাবে রোজা ভাঙবে, তা কি বিস্তারিত কোরানে বর্ননা করা হয়েছে ?
না।
ইসলামের ৪ নং খুঁটি হজ, হজ্জ কিভাবে করতে হবে, তা কি কোরানে বিস্তারিত বর্ননা করা হয়েছে ?
না।
ইসলামের ৫ নং খুঁটি, যাকাত, যাকাত কিভাবে দিতে হবে, যাকাতের মেকানিজম কী হঁবে ? তা কি কোরানে বিস্তারিত বর্ননা করা হয়েছে ?
না।
তাহলে ইসলামের ৫ খুঁটির সাথে ইসলামের সংবিধান বাল কোরানের সম্পর্ক কতটুকু ?
৭২ হুরলোভীঁ লম্পটদের কাছে জবাব চাই।
আইডিয়া : নীল নীমো।
জয় হিন্দ।
From: Krishna kumar das
💜 জয় হোক সনাতনের 💜

নীল সরস্বতী



নীল সরস্বতী

দশ মহাবিদ্যার মধ্যে দ্বিতীয়া। তিঁনি, মহাবিদ্যা তাঁরার, আর এক অনন্য রূপ।

এই নীল সরস্বতী, একদা মূর্খ কালিদাসকে, 'বর' প্রদান করে, তাঁকে, প্রাচীন ভারতবর্ষের, শ্রেষ্ঠ কবি বানিয়েছিলেন !


নীল সরস্বতীর মূল মন্ত্রঃ

ঐং ওং হ্রীং স্ত্রীং হূং ফট্।

নীল সরস্বতীর মহামন্ত্রঃ

ওং হ্রীং শ্রীং হ্রীং ঐং হূং নীল সরস্বতী ফট্ স্বাহা।