সোমবার, ২২ মে, ২০১৭

নদিয়া জেলা ভাগ


নদিয়া জেলা

নদিয়া জেলা ভাগ


ভারতবর্ষের বঙ্গদেশের,  অবিভক্ত নদিয়া জেলায়,   ছিল পাঁচটি মহকুমা !

১। কৃষ্ণনগর সদর মহকুমা
২। রানাঘাট মহকুমা।

৩। কুষ্ঠিয়া মহকুমা
৪। মেহেরপুর মহকুমা
৫। চুয়াডাঙ্গা মহকুমা।

১৯৪৭ সালের   ১৪ই আগষ্ট/১৫ই আগষ্ট,   দেশ বিভাগে,    পাঁচটি মহকুমাই চলে গিয়েছিল,   (  পূর্ব ) পাকিস্তানের দিকে !

পরে,   ঐ ১৯৪৭ সালের,   ১৮ই আগষ্ট,   কৃষ্ণনগর সদর মহকুমা  এবং  রানাঘাট মহকুমা,   ফিরে এলো,   ভারতের দিকে !

কুষ্ঠিয়া মহকুমা,   মেহেরপুর মহকুমা,   চুয়াডাঙ্গা মহকুমা,   থেকে গেল,   ( পূর্ব ) পাকিস্তানের দিকেই !

এইভাবে নদিয়া জেলা ভাগ হল !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন