কার্তবীর্যার্জুন
কার্তবীর্যার্জুন বা কার্তবীর্য।
পিতার নাম কৃতবীর্য। পিতা কৃতবীর্য থেকে পুত্রের নাম কার্তবীর্যার্জুন বা কার্তবীর্য।
দুজনেই রাজা।
মহীষ্মতী নামক নগরে তাদের বাস ছিল।
কার্তবীর্য কঠোর তপস্যা করে, ভগবান মহাদেবকে তুষ্ট করে, মহাদেবের কাছ থেকে, অনেক ধরণের উৎকৃষ্ট বর ( দেবতার কাছ থেকে লব্ধ অনুগ্রহ ) পান।
কার্তবীর্যের হয়েছিল সহস্র বাহু।
পেয়েছিলেন ইচ্ছাগামী রথ।
পেয়েছিলেন যুদ্ধে শত্রু কর্তৃক অদৃশ্যতা অর্থাৎ অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা।
দুষ্টকে দমন করার দুর্মদ শক্তি।
ইত্যাদি ইত্যাদি।
কোনো এক সময়ে, লঙ্কেশ্বর রাবণ দিগ্বিজয়ে বের হয়ে কার্তবীর্যের সঙ্গে যুদ্ধ করতে এলেন।
কিন্তু রাবণের সঙ্গে যুদ্ধে, কার্তবীর্য অসাধারণ বীরত্ব দেখিয়ে, রাবণকে পরাজিত করে, বন্ধন করে, বন্দি করে রেখেছিলেন।
এর পরে সপ্তর্ষির অন্তর্ভুক্ত পুলস্ত্য ঋষি, যিনি আবার ব্রহ্মার মানসপুত্র এবং রাবণের ঠাকুরদাদা, কার্তবীর্ষের কাছে এসে, রাবণকে বন্ধনমুক্ত করে, মুক্ত করে দিতে অনুরোধ করেন।
কার্তবীর্য পুলস্ত্য ঋষির প্রার্থনায় সাগ্রহে রাজি হয়ে যান। রাবণের বন্ধন খুলে, রাবণকে মুক্ত করে দেন এবং অবশেষে রাবণের সাথে বন্ধুত্ব করেন।
এইসব দেখে দুর্ধর্ষ রাবণও একেবারে থ মেরে যান।