শিব
ঈশ্বর যখন প্রলয়কর্তা, তখন তিনি "শিব" !
প্রথমে কোন বস্তুর সৃষ্টি।
তারপর তার 'স্থিতিকাল'।
স্থিতিকাল কম বেশি হতে পারে !
স্থিতিকাল না ফুরোলে, সেই বস্তুর ধ্বংস অসম্ভব !
শিব তাই 'কাল'।
ওটা সময় !
এবং কাল-এর সঙ্গে স্থিতিকাল ধরে নিয়ে, শিব 'মহাকাল'ও !
শিব সব কিছুর ধ্বংসকর্তা !
শিব যখন সব কিছুর ধ্বংসকর্তা, তখন শিবের ধ্বংস নেই !
শিব মৃত্যুঞ্জয় !
মৃত্যুঞ্জয়। মৃত্যুকে জয় করেছেন এমন।
উপতৎ ; মৃত্যু-জি ( জয় করা ) + খশ্ কর্তৃ। বি ; পু।
মৃত্যুঞ্জয়। জিতমৃত্যু। মৃত্যুহীন । অমর।
* সূত্র : 'আকাশতথ্য', internet.