বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭

শিব


শিব


ঈশ্বর যখন প্রলয়কর্তা, তখন তিনি "শিব" !

প্রথমে কোন বস্তুর সৃষ্টি।

তারপর তার 'স্থিতিকাল'।

স্থিতিকাল কম বেশি হতে পারে !

স্থিতিকাল না ফুরোলে, সেই বস্তুর ধ্বংস অসম্ভব !

শিব তাই 'কাল'।
ওটা সময় !

এবং কাল-এর সঙ্গে স্থিতিকাল ধরে নিয়ে, শিব 'মহাকাল'ও !

শিব সব কিছুর ধ্বংসকর্তা !

শিব  যখন সব কিছুর ধ্বংসকর্তা, তখন শিবের ধ্বংস নেই !

শিব  মৃত্যুঞ্জয় !

মৃত্যুঞ্জয়। মৃত্যুকে জয় করেছেন এমন।
উপতৎ ; মৃত্যু-জি ( জয় করা ) + খশ্ কর্তৃ। বি ; পু।
মৃত্যুঞ্জয়। জিতমৃত্যু। মৃত্যুহীন । অমর।



* সূত্র  :  'আকাশতথ্য',  internet.



শ্রীশ্রীচণ্ডী বা দুর্গাসপ্তশতী


শ্রীশ্রীচণ্ডী বা দুর্গাসপ্তশতী


শ্রীশ্রীচণ্ডী বা দুর্গাসপ্তশতী হিন্দুদের  মধ্যে শাক্তপ্রধানদের প্রধান ধর্মগ্রন্থ।

দুর্গাপূজা অনুষ্ঠানে চণ্ডীপাঠ একান্তভাবে অবশ্য কর্তব্য !

অন্যান্য সময়েও 'চণ্ডীপাঠ' করা যায়।

ওপরের ধর্মশাস্ত্রগ্রন্থটিতে সাধারণভাবে ৭০০ সংখ্যক  শ্লোক  ( মন্ত্রসংখ্যা )  রয়েছে !


মার্কেণ্ডেয় পুরাণের ৮১ নম্বর অধ্যায় থেকে ৯৩ সংখ্যক অধ্যায়ে, দেবীমাহাত্ম্যের বর্ণনা আছে।

ঐ ১৩টি অংশই "শ্রীশ্রীচণ্ডী" ।

ত্রয়োদশ অধ্যায়ে, "চণ্ডী" বা দেবীমহামায়ার মাহাত্ম্য বর্ণনা পাওয়া যায়।

দেবী মাহাত্ম্যের সেই মাহাত্ম্য কথার বর্ণনার কিছু পরিবর্তন/পরিবর্ধন করে, 'দেবীভাগবত', 'ব্রহ্মবৈবর্তপুরাণ',  'রামায়ণ', 'মহাভারত',  'রামপুরাণ',  'স্কন্দপুরাণ' প্রভৃতি শাস্ত্রে/মহাকাব্যে বর্ণিত আছে।



*  সূত্র  :  আকাশতথ্য  ( internet ).
            'শ্রীশ্রীচণ্ডী', গীতা প্রেস। 

অভিযুক্তের বিচার


অভিযুক্তের বিচার


কোন অভিযুক্ত ব্যক্তি, দুর্গা প্রভৃতি উগ্রদেবতার পূজার তিন 'কোশ' জল পান করে, দুই বা তিন সপ্তাহের মধ্যে, রোগ ইত্যাদিতে যদি আক্রান্ত না হয়, তা হলে সে নির্দোষ এবং শাস্ত্র অনুসারে শুদ্ধ ! অন্যথায় নিশ্চিতভাবে দোষী !

সূত্র :  'বিষ্ণুসংহিতা' ১৪ । যাজ্ঞবল্ক্যসংহিতা  ২.৯৭ ।

আমাদের শাস্ত্রের ব্যবস্থা তো অতি উত্তম !

তাহলে এতসব কোর্ট, কাছারি,  হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, সরকারি বিচার ব্যবস্থা, উকিল, মোক্তার, এডভোকেট,  প্রচুর টাকার খরচাপাতি ইত্যাদির কি দরকার ? আর বছরের পর বছর ধরে বিচার চলা ?

সরকারকে অনুরোধ করব, "হিন্দু পার্সোনাল ল" নিয়ে আসুন !

তিন সপ্তাহ থেকে, এক মাসের মধ্যে, সব বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে !

ভারতের সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, আবার জেগে উঠবে !


*  সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ' পৃষ্ঠা ৬৯০।