শুক্রবার, ২৬ মে, ২০১৭

ব্রতদাস ব্রতদাসী


ব্রতদাস ব্রতদাসী



মঙ্গলকাব্যে আছে,  ব্রতদাস আর ব্রতদাসীর কথা !

এঁরা ছিলেন স্বর্গের এক পুরুষ এবং এক স্ত্রী দম্পতি !

কিন্তু তাঁরা কোন কারণে,  শাপভ্রষ্ট হয়ে,  দুজনেই,  পৃথিবীতে জন্ম নিতে আসেন !

এবং  তাঁরা জন্মও নেন !


একজন অন্যজনকে,   সেই আগেকার মতন ভালোবাসেন !

সেই দম্পতি,  পৃথিবীতে,   দম্পতি হিসাবেই থাকেন !

দেবতাদের পূজা-অর্চনা করেন !

নানা ব্রত প্রতিপালন করেন !

অন্যদের উৎসাহ দেন !

আবার এসবের বাইরে,  নানা কর্তব্য কাজ করেন !


পরে আবার সময় হলে,  স্বর্গে ফিরে যান !

ওখানে গিয়েও,  দম্পতি হিসাবেই,  থেকে যান !

তাঁরা,  ব্রতদাস ব্রতদাসী হিসাবেই,  ফের স্বর্গে শোভা পান !

ক্যারিস্‌মা


ক্যারিস্‌মা




ক্যারিস্‌মা !
Charisma !

A spiritual power given by God !

ভগবৎদত্ত আধ্যাত্মিক শক্তি !

Genius of an extraordinary high degree !

অনন্যসাধারণ প্রতিভা !

Capacity to inspire and influence one's fellow's !

সঙ্গী-সাথী,  সহকর্মী প্রভৃতি ব্যক্তিদের,  উদ্ভুব্ধ ও প্রভাবিত করবার ক্ষমতা !  বলতে পারেন,  অন্তর্নিহিত শক্তি !

Charismatic, adjective !


মা মহামায়া


মা মহামায়া



শ্রীশ্রীচণ্ডীরূপে, মা মহামায়া !

শ্রীশ্রীচণ্ডীতে

মা মহাকালী
মা মহালক্ষ্মী
মা মহাসরস্বতী
এই তিন মহান মাতৃরূপা দেবীর উল্লেখ আছে !

এঁরা সকলেই মা মহামায়ার স্বীয় মূর্তিবিশেষ !

অসুর নিধন যজ্ঞকার্যে,  ঐ তিন দেবীকে দিয়ে,  মা মহামায়া,   তাঁর বিহিত কার্য,   সুসম্পন্ন করেছিলেন !

তখনকার দিনে,  বিচার ব্যবস্থা,  জেল বা সংশোধনাগার ছিল না !
তাই,  punishment ছিল,  একেবারে বর্বরঅত্যাচার আর নির্মম !
একেবারে খতম !

সদলবলে এবং নির্বংশে খতম !

স্ট্যাচু অব লিবার্টি


স্ট্যাচু অব লিবার্টি



বিশাল মূর্তি !

ফ্রান্স  ১৮৮৬ সালে,  যুক্তরাষ্ট্রকে,   উপহার হিসাবে দিয়েছিল !

স্ট্যাচুটি,  দাঁড়িয়ে আছে,   নিউইয়র্কের লিবার্টি আইল্যান্ডের,   হাডসন নদীর মোহনায় !

তামার মূর্তি !

সোনা নয়। রূপো নয়। মূর্তিটি তামার !

উৎসর্গিত করা হয়েছিল,  অক্টোবর ২৮শে,  ১৮৮৬ সালে !

মূর্তিটির নকশা করেছিলেন,  ফেড্রিক বারকোল্ডি,  এবং,  গুস্তাভো আইফেল ( ফরাসি উচ্চারণ, 'ইফেল' )।

এই গুস্তাভো,  যিনি,   আইফেল টাওয়ারের  নকশা করেছিলেন !