রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭

রাবণের শক্তিশেল


রাবণের শক্তিশেল



রাবণের শক্তিশেল।
লক্ষ্মণ হয়েছিলেন রীতিমত ঘায়েল।
লক্ষ্মণ জ্ঞান হারালেন। মৃতপ্রায় রইলেন।

শক্তিশেল।
শক্তি অস্ত্র। রাবণের  'শক্তি'নামক, অনিবার্য ও মারাত্মক অস্ত্রবিশেষ।
শক্তিশেল, শাবলজাতীয় অস্ত্র। ময়দানব কর্তৃক, মায়া দ্বারা রচিত, অষ্টঘন্টাযুক্ত, মহারব, ও অমোঘ।

শক্তিশেলের আঘাতে, লক্ষ্মণ ধরাশাহী হয়েছিলেন ও প্রায় নিহত হয়েছিলেন।

সুষেণ চিকিৎসা করলেন।

সুষেণ। কপিবর। বালিরাজের শ্বশুরমশায়। যুদ্ধবিদ্যার মতো, চিকিৎসাবিদ্যাতেও, ওঁনার দক্ষতা ছিল। উনি যুদ্ধে রাম-লক্ষ্মণ-এর পক্ষে,  সহযোগী ছিলেন।

সুষেণ, হনুমানকে দিয়ে ওষুধ আনালেন।

লক্ষ্মণ, সে যাত্রায় সেরে উঠলেন। বেঁচে উঠলেন।