শুক্রবার, ২৬ মে, ২০১৭

ব্রতদাস ব্রতদাসী


ব্রতদাস ব্রতদাসী



মঙ্গলকাব্যে আছে,  ব্রতদাস আর ব্রতদাসীর কথা !

এঁরা ছিলেন স্বর্গের এক পুরুষ এবং এক স্ত্রী দম্পতি !

কিন্তু তাঁরা কোন কারণে,  শাপভ্রষ্ট হয়ে,  দুজনেই,  পৃথিবীতে জন্ম নিতে আসেন !

এবং  তাঁরা জন্মও নেন !


একজন অন্যজনকে,   সেই আগেকার মতন ভালোবাসেন !

সেই দম্পতি,  পৃথিবীতে,   দম্পতি হিসাবেই থাকেন !

দেবতাদের পূজা-অর্চনা করেন !

নানা ব্রত প্রতিপালন করেন !

অন্যদের উৎসাহ দেন !

আবার এসবের বাইরে,  নানা কর্তব্য কাজ করেন !


পরে আবার সময় হলে,  স্বর্গে ফিরে যান !

ওখানে গিয়েও,  দম্পতি হিসাবেই,  থেকে যান !

তাঁরা,  ব্রতদাস ব্রতদাসী হিসাবেই,  ফের স্বর্গে শোভা পান !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন