গঙ্গোত্রীতে শিবের তপস্যা [ গদ্য ]
গঙ্গাবতার তীর্থ !
সেটি গঙ্গোত্রী !
ব্রহ্মলোক থেকে, পৃথিবীতে, গঙ্গার শুভ অবতরণ !
এক সময়ে, গঙ্গোত্রীতেই, পরম পবিত্র গঙ্গার, ভূতলে অবতরণ হয়েছিল !
এখন, গঙ্গাবতরণ স্থল, কিছু দূরে সরে গিয়ে, গোমুখ !
শিব গঙ্গোত্রীতে বহুদিন ধরে তপস্যা করেছিলেন !
ওখানে শিবের সঙ্গে ধ্যানে যোগ দেন, নন্দি-ভৃঙ্গি সমেত, শিবের কিছু শান্ত অনুচর !
আর প্রমথরা শিবের সেবা করছিলেন !
তাঁরা সকলেই মৌন ছিলেন !
কয়েকজন আবার, শিবের পাহারায় নিযুক্ত ছিলেন !
শিব গঙ্গাকে প্রেম-ডোরে বেঁধে রাখেননি ! ধরে রাখেননি !
শিব গঙ্গার জল, ছেড়ে দিলেন !
শিব তো সংস্কারমুক্ত, উদার এবং সদাশয় !
তাতে অগুনতি মানুষের, তৃষ্ণা মেটালেন !
শিব-মন্ত্র, 'ওঁ নমঃ শিবায়ঃ' !
শিবের একাক্ষর বীজ, ' হৌঁ ' !
শিবলিঙ্গ। শিবের লিঙ্গমূর্তি !
সদাশিব ! সতত, মঙ্গলময় মহাদেব !
শিবের বাস কৈলাস !
ওটা শিবলোক !
শিবের প্রতি থাকুক, আমাদের সকলের ভক্তি !
* সূত্র : 'সংক্ষিপ্ত শিবপুরাণ', পৃষ্ঠা ১৭৪-৫।