মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭

বিধাতা

বিধাতা



রামচন্দ্রের সূর্য বংশে জন্ম।
দশরথ রামচন্দ্রের পিতা।
কৌশল্যা মাতা।
সীতা রামচন্দ্রের সহধর্মিণী।
লক্ষ্মণ রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা !

রামভন্দ্র স্বয়ং ভগবান বিষ্ণুর প্রত্যক্ষ অবতার।

তখন আর কি বাকি থাকে তাঁহার ?

সেই রামচন্দ্রকেও বিধাতা বিড়ম্বিত করেছিলেন !

বিধাতা আপনাকেও বিড়ম্বনায় ফেলতে পারেন !

সুতরাং  'বিধাতা'  থেকে সাবধান !

তখন দেখবেন,   বিধাতাই আপনার দিকে হয়েছেন  আগুয়ান !



* সু-১৪২৪/১

কোশা কুশি কুশাসন

কোশা কুশি কুশাসন



কোশা।
কোশের অর্থাৎ,  হাতের অঞ্জলির ( আঁজলার ) মতন,  এখন সাধারণত  তামার তৈরি,   পূজার জন্য,   বিশুদ্ধ ও পবিত্র
জল রাখার বিশেষ পাত্র।

কুশি।
কোশার থেকে জল তোলার জন্য পাত্রবিশেষ।
সেটাও একটা ছোট কোশা !

এক সময়ে, গণ্ডারের শৃঙ্গে গড়া কোশা-কুশি,  ভারতবর্ষে ব্যবহার হতে দেখা যেত !

কোশা কুশি ও কুশাসন,   পূজার অনুষ্ঠানের নিমিত্ত,  বিশেষ উপকরণ !



* ব-৫৯০/২

কুশ লব ও রাম

কুশ  লব ও রাম



রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ চলাকালীন,  কুশ ও লব,  রামচন্দ্রের রাজসভায়,  রামায়ণ গান করে,   রামের পুত্রদ্বয় হিসাবে পরিগণিত হন ও স্বীকৃতি লাভ করেন।

পরবর্তীতে, রাম কুশকে কোশলরাজ্যের ও লবকে উত্তরকোশলের আধিপত্য প্রদান করেন।

রাম, কুশ বা লবের কাউকেই অযোধ্যার অধিপতি করেন নি !

সেখানার জন্য তো ভরত অপেক্ষারত ছিলেন !

কোশল, উত্তরকোশল ছিল সরযূনদীর তীরের জনপদ।

পূর্বকোশল দেশ ছিল কৌশল্যার পিতৃরাজ্য।

রামচন্দ্র সাঁতার জানতেন না !

তিনি স্নান করবার সময়,  সরযূনদীতে,  জলে ডুবে মারা যান !

তাতে রামরাজত্বে হাহাকার ওঠে !

রাম মারা যাওয়ার সাথে সাথে,  রামায়ণের অধ্যায়গুলো লেখা বন্ধ হয় ! রামায়ণ শেষ হয় !



* ব-৬৫৯/১