রামচন্দ্র
রামচন্দ্রের পিতৃদেব, রাজা দশরথ, রামচন্দ্রকে, বিরাট এক বনরাজ্য প্রদান করেছিলেন !
রামচন্দ্র, সেই বনরাজ্যের, জটাজূট ধারী, এক রাজা হয়েছিলেন !
বনরাজ্যে থেকে, বনের মুনি-ঋষিদের সাথে, সৎসঙ্গ করেছিলেন !
অনেক অনেক জ্ঞান, আহরণ করেছিলেন !
আর একের পর এক, রাক্ষস নিধন করে, রাক্ষসদের সংখ্যাটা, এবং রাক্ষসদের অত্যাচার, দুই-ই কমিয়ে এনেছিলেন !
সূত্র : 'শ্রীরামভরিতমানস', পৃষ্ঠা ৫১৫।