অশোকস্তম্ভ
অশোকস্তম্ভ, সম্রাট অশোক কর্তৃক নির্মিত প্রস্তরস্তম্ভ !
অশোকস্তম্ভের শীর্ষে রয়েছে তিনটি সিংহমূর্তি !
তিনটি সিংহমূর্তির মাঝখানে রয়েছে তিনটি চক্র !
স্তম্ভটি স্বাধীন ভারতের সরকারি প্রতীক চিহ্ন !
অশোকচক্র, স্বাধীন ভারতের জাতীয় পতাকায়, স্থান পেয়েছে !
অনেকে বলেন, তাতে, ভারতের জাতীয় পতাকার, সৌন্দর্য বেড়েছে !
সম্রাট অশোক মৌর্য বংশের তৃতীয় রাজা !
স্বাধীন ভারতের, সরকারি প্রতীক চিহ্ন, এবং, স্বাধীন ভারতের জাতীয় পতাকায় স্থান পাওয়া, দুইটি বিষয়ই, সম্রাট অশোক এবং বুদ্ধদেব পেয়েছেন !
ভারতে এখনও, বৌদ্ধধর্মের জয়জয়কার !
বৌদ্ধধর্মের জয়জয়ন্তী !
হিন্দুরা, এখন কেবল, লবডঙ্কা চুষছেন !
ভারত স্বাধীন হ্ওয়ার সময়, যাঁরা ক্ষমতার শীর্ষবিন্দুতে ছিলেন, তাঁরা, হিন্দুদের ঠকিয়েছেন !