শনিবার, ২০ মে, ২০১৭

অক্ষয় তৃতীয়া


অক্ষয় তৃতীয়া



অক্ষয় তৃতীয়া !
অক্ষয় তৃতীয়া তিথি  'অক্ষয়' !
বাংলা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, চিরন্তনরূপে চিহ্নিত !
এই দিন চন্দ্র এবং সূর্য,  সব থেকে নাকি উজ্জ্বল !
কোন এক অক্ষয় তৃতীয়ায়, সত্যযুগের সূচনা হয়েছিল !
অক্ষয় তৃতীয়ার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত,  প্রতিটি মুহূর্তই মঙ্গলময় ! দারুণ ভাবে শুভ !
তবে অক্ষয় তৃতীয়ারদিনের রাত সম্বন্ধে,  সে কথা বলা হয় নি !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন