পার্বতী সীতা ও রাধা
প্রজাপতি দক্ষের ষাটটি কন্যা ছিল !
যাঁরা সৃষ্টি-উৎপত্তির কারণ হয়েছিলেন !
দক্ষের সেই ষাটজন কন্যাদের মধ্যে একজন ছিলেন স্বধা !
দক্ষ, স্বধার বিবাহ, পিতৃগণের সঙ্গে দেন !
পিতৃগণ।
পিতৃলোকবাসী মুনিগণ, যাদের থেকে, মানবগোষ্ঠী উৎপন্ন হয়েছিল !
স্বধার তিনটি কন্যা হয়েছিল !
জ্যেষ্ঠা কন্যা মেনকা !
মধ্যমা কন্যা ধন্যা !
ও
কনিষ্ঠা কন্যা কলাবতী !
এই তিন কন্যাই যোগিনী ছিলেন !
যোগিনী।
তপস্বিনী। যোগসাধনকারিণী !
এই তিন কন্যা, মেনকা, ধন্যা, ও কলাবতী, ছিলেন,আসলে পিতৃগণের মানসী কন্যা !
পিতৃগণের মন থেকে, তাঁরা, প্রকটিত হয়েছিলেন !
কন্যারা সবাই, অযোনিজ ছিলেন !
কোনো মাতার গর্ভ থেকে তাঁদের জন্ম হয় নি !
পিতৃগণের জ্যেষ্ঠা কন্যা, মেনকার সাথে, হিমালয় গিরির বিবাহ হয় !
তাঁদের কন্যা পার্বতী ।
দক্ষকন্যা সতীর দেহত্যাগের পরে পার্বতী শিবের পত্নী হয়েছিলেন !
মেনকা এবং পার্বতী, মা এবং মেয়ে ছিলেন !
পিতৃগণের দ্বিতীয়া কন্যা ধন্যা, যিনি, রাজা সীরধ্বজ-এর ( রাজা জনকের ), পত্নী হয়েছিলেন !
ধন্যার কন্যার নাম, সীতা !
সীতার সাথে, রামচন্দ্রের বিবাহ হয়েছিল !
পিতৃগণের কনিষ্ঠা ( তৃতীয়া ) কন্যা, কলাবতী, দ্বাপর যুগের শেষের দিকে, বৃষভানু বৈশ্যেরর পত্নী হয়েছিলেন !
কলাবতীর কন্যা ছিলেন রাধা !
রাধার সাথে অয়ন ঘোষের বিবাহ হয়েছিল !
যদিও রাধা গুপ্তপ্রেমে আবদ্ধ হয়ে, শ্রীকৃষ্ণের প্রিয়তমা হয়েছিলেন।
দেখা যাচ্ছে, পার্বতী সীতা ও রাধা, পরস্পর-পরস্পরের মাসতুতো বোন ছিলেন !