পঞ্চজন
পঞ্চজন, জনৈক অসুর।
হিরণ্যকশিপুর পুত্র সংহ্রাদের ঔরসে ক্রতুর গর্ভে, 'পঞ্চজন'-এর জন্ম।
ঘটনাচক্রে, শ্রীকৃষ্ণ, পঞ্চজনকে বধ করেছিলেন।
সেই পঞ্চজন অসুরের অস্থি থেকে, শ্রীকৃষ্ণের বিখ্যাত 'পাঞ্চজন্য' শঙ্খটি তৈরি হয়েছিল।
বিশ্বকর্মা শঙ্খটি নির্মাণ করেছিলেন।
তবে বিশ্বকর্মা নিজে শঙ্খটি 'ফুঁ' দিয়ে বাজিয়ে দেখেন নি। তাতে শঙ্খটি এঁটো হয়ে যেত।
শ্রীকৃষ্ণ শঙ্খটিতে প্রথম 'ফুঁ' দিয়েছিলেন।
বিশাল আকারের শঙ্খটি, ওজনে ভারি, আওয়াজেও ভারি ! একেবারে 'গম' 'গম' করত !
শ্রীকৃষ্ণ, অসুরের হাড়ে ঠোঁট লাগিয়ে, শঙ্খটিতে 'ফুঁ' দিতেন !
দ্বারকায় প্রলয়ঙ্করী বন্যায়, শঙ্খটি আরব সাগরে ভেসে গিয়েছিল !
মহম্মদের কোন সাগরেদ, শঙ্খটি আরব সাগরের তীরে কুড়িয়ে পেয়েছিল !
সেই শঙ্খে 'ফুঁ' দিয়ে, মহম্মদের যোদ্ধা-বিপ্লবী শিষ্যরা, ভারতে মুসলিম ধর্মবিজয় এবং মুসলিমদের পক্ষে রাজ্যবিজয় করেছিল !