পঞ্চকন্যা
মমতার পঞ্চকন্যা !
মমতার তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানের পঞ্চকন্যা !
১। রানি মুখার্জি
২। সুস্মিতা সেন
৩। বিপাশা বসু
৪। কোয়েল মল্লিক
৫। মৌসুমি চ্যাটার্জি
এই পাঁচজনের পশ্চাদ্চালচিত্র চলচিত্র !
ভারতীয় পৌরাণিক পঞ্চকন্যা !
এঁরা সকলেই প্রাতঃস্মরণীয়া !
১। অহল্যা
২। তারা
৩।মন্দোদরী
৪। কুন্তী
৫। দ্রৌপদী
এঁরা প্রত্যেকেই, তাঁদের নিজ নিজ জীবনে বিখ্যাত !
তারা।
সুষেণদুহিতা।
ছিলেন কপিরাজ বালীর পত্নী।
মহাবীর অঙ্গদ, এঁদের পুত্র।
বালীর মৃত্যুর পরে, বালীর ভাই, সুগ্রীবের সাথে, তারার আবার বিবাহ হয় !
এই তারা, প্রাতঃস্মরণীয় পঞ্চকন্যার একতম !
অন্য তারা।
এই তারা, দৈত্যগুরু বৃহস্পতির পত্নী।
চন্দ্র তারাকে হরণ করেন !
অতঃপর অনেক টালবাহানার পর, বৃদ্ধ ব্রহ্মা, তারাকে, বৃহস্পতির হস্তে প্রদান করেন !
তার আগে একটা সর্বনাশ হয়ে যায় !
তারার গর্ভে, চন্দ্রের এক পুত্রসন্তান জন্মায় !
সেই পুত্রের নাম, বুধ !
বুধ, চন্দ্রবংশের আদিপুরুষ !
[ সূত্র : বিষ্ণুপুরাণ, ৪.৬ ]।