শঙ্খ দৈত্য
শঙ্খ দৈত্য !
অসুরবিশেষ !
অপৌরুষের সৃষ্টি, এক খণ্ডের বিশাল বেদ, তখন দেবতাদের জিম্মায় থাকত !
বেদব্যাস, তখনও, বেদের বিভাগ করেন নি !
বেদ কত মহান !
হিন্দুদের, ঘরে ঘরে, বেদ আছে !
হিন্দুরা, রোজ, তিনবার করে, বেদ পড়েন !
আর স্বপ্ন দেখেন, কবে ঈশ্বরের সাথে মিলিত হয়ে যাবেন !
দেবতাদের পরাজিত করে, শঙ্খাসুর, বেদকে, ক্ষীর-সমুদ্রের নীচে, নিয়ে গিয়েছিলেন !
তবে বেদ, সমুদ্রের অথৈ ক্ষীর মিশ্রিত নোনা জলে, ভেজে নি !
শঙ্খদৈত্য, এক খণ্ডের মোটা volume-এর বেদ, cellophane-এর cover দিয়ে রেখেছিলেন !
তার ওপরে, লাল শালুতে মুড়ে, যত্ন-আত্তি করে, সংগোপনে রেখেছিলেন !
শঙ্খাসুর, বেদ ধ্বংস করেন নি !
ভাগ্যিস, তাই, আমাদের ধর্ম এবং ধার্মিক ঐতিহ্য বেঁচে গেছে !
বেদ না থাকলে, আমাদের আর কিই বা থাকত !
মীন অবতারে, ভগবান বিষ্ণু, শঙ্খাসুরকে বধ করে, সেই বেদ উদ্ধার করেন !
যা হোক, বেদের জন্য, ভগবান বিষ্ণুর, একটা হত্যা, না হোক, তবুও, মেনে নেওয়া যায় !
ভগবান বিষ্ণু ! যুগ যুগ জিও !
আ-হা ! রবিঠাকুরের নোবেল-এর ব্যাপারেও, যদি এমনতরো হোত, তবে কত না, কত বড়ো ভালো হতো !