বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

শঙ্খ দৈত্য


শঙ্খ দৈত্য



শঙ্খ দৈত্য !
অসুরবিশেষ !

অপৌরুষের সৃষ্টি, এক খণ্ডের বিশাল বেদ, তখন দেবতাদের জিম্মায় থাকত !
বেদব্যাস, তখনও, বেদের বিভাগ করেন নি !

বেদ কত মহান !
হিন্দুদের, ঘরে ঘরে,  বেদ আছে !
হিন্দুরা, রোজ, তিনবার করে, বেদ পড়েন !
আর স্বপ্ন দেখেন, কবে ঈশ্বরের সাথে মিলিত হয়ে যাবেন !

দেবতাদের পরাজিত করে, শঙ্খাসুর, বেদকে, ক্ষীর-সমুদ্রের নীচে, নিয়ে গিয়েছিলেন !
তবে বেদ, সমুদ্রের অথৈ ক্ষীর মিশ্রিত নোনা জলে, ভেজে নি !
শঙ্খদৈত্য, এক খণ্ডের মোটা  volume-এর বেদ, cellophane-এর  cover  দিয়ে রেখেছিলেন !
তার ওপরে, লাল শালুতে মুড়ে, যত্ন-আত্তি করে, সংগোপনে রেখেছিলেন !


শঙ্খাসুর, বেদ ধ্বংস করেন নি !

ভাগ্যিস, তাই, আমাদের ধর্ম এবং ধার্মিক ঐতিহ্য বেঁচে গেছে !

বেদ না থাকলে, আমাদের আর কিই বা থাকত !

মীন অবতারে, ভগবান বিষ্ণু, শঙ্খাসুরকে বধ করে, সেই বেদ উদ্ধার করেন !

যা হোক, বেদের জন্য, ভগবান বিষ্ণুর,  একটা হত্যা, না হোক, তবুও,  মেনে নেওয়া যায় !


ভগবান বিষ্ণু ! যুগ যুগ জিও !

আ-হা ! রবিঠাকুরের নোবেল-এর ব্যাপারেও, যদি এমনতরো  হোত, তবে কত না, কত বড়ো ভালো হতো !  

শঙ্খ


শঙ্খ



শঙ্খ দমুদ্রজাত জীব।

শঙ্খের বাইরের শক্ত কোষাস্থিই শাঁখ। ভালো কথায়, ওটিকেও,  'শঙ্খ'  বলা হয় !

ব্রহ্মবৈবর্ত পুরাণ-এর, প্রকৃতিখণ্ডে,  ১৮তম অধ্যায়ে, বলা হয়েছে :
শঙ্খচূড় অসুরের অস্থি থেকে, শঙ্খের উৎপত্তি !

শঙ্খধ্বনি মঙ্গলকর। তবে শাঁখের মুখে, মুখ লাগিয়ে,  জোরে ফুঁ দিয়ে, শাঁখ বাজাতে হয় ! তাতে, ফুসফুসের পরিশ্রম ও ব্যায়াম হয় !

শঙ্খের আবার নামও থাকে !
যেমন, 'পাঞ্জজন্য'  'দেবদত্ত' প্রভৃতি !

আবার
এক শঙ্খ = লক্ষ কোটি !

শঙ্খের অস্থি দিয়ে রচিত, বিবাহিত মহিলাদের, দুই হাতের,  মাঙ্গলিক 'করাভরণ',  শাঁখা !

শঙ্খ, পুরাণ যুগের রণবাদ্য ! সেইজন্যে, শঙ্খের, তূর্যের মতন ব্যবহার !

তূর্য।
তুরী।
ভারতের প্রাচীন রণবাদ্যবিশেষ !
ওটিই রণশিঙ্গা !

মোরগ-লড়াই


মোরগ-লড়াই



প্রতিদ্বন্দ্বী দুই মোরগের দুই পায়েই 'চাকু' ( ছুরি ) বাঁধা থাকে !
মোরগদুটিকে সামনা-সামনি এনে, তাদের,   'তাতিয়ে',   ছেড়ে দেওয়া হয় !
মোরগদুটির ছটফটানি থাকে !
একে অন্যের দিকে ধেয়ে যায় !
পায়ের চাকুগুলো আস্ফালন করে !
রক্তারক্তি হয় !
একটা  মোরগ দারুন ভাবে আহত হয় !
বা মরো মরো হয় !
তখন আর সেই মোরগটি লড়াই করতে পারে না !
হেরে যায় !
যে মোরগ হেরে যায়, তার মালিকও হেরে যায় !
জেতা-মালিক, আগের থেকে বাজির কথা থাকলে, বাজির টাকা পায় !
হারা মোরগটাও পায় !
একগাদা লোক জড়ো হয়ে মোরগের লড়াই দেখে !
মোরগ-লড়াই এখনও গ্রামীণ 'খেলা' !
তবে পশুক্লেশ (  এ ক্ষেত্রে পাখিক্লেশ ) নিবারণী মানুষজনের প্রচেষ্টায়, এই খেলা ক্রমশ বন্ধ হয়ে যাওয়ার মুখে !

প্রাভাতিক কাজ


প্রাভাতিক কাজ



প্রাতঃক্রিয়া !
প্রাতঃকৃত্য !
শৌচ ইত্যাদি কাজ !
এক সময়ে, ওটা ছিল, প্রাভাতিক কাজ !

প্রাতঃকালের করণীয় কর্ম !

সঙ্গে হাত-মুখ ধোওয়া ! দাঁত মাজা !

কাপড় বদলানো !

তারপর প্রাতঃসন্ধ্যা করা !

যাঁদের, সকাল বেলায়,  পূজা ইত্যাদি করার অভ্যাস আছে,  তাদের পূজা ইত্যাদি করা !

প্রাতঃক্রিয়া !
প্রাতঃকৃত্য !
শৌচ ইত্যাদি !
পূজা ইত্যাদি !
প্রাভাতিক কাজ !


আখ্যান-উপাখ্যান


অাখ্যান-উপাখ্যান



আখ্যান।
কাহিনী।
গল্প।
ইতিহাস।

আখ্যান।
উপন্যাস।
কল্পিত আখ্যায়িকা।
আর্য মহাকাব্যের, রামায়ণ মহাভারত ইত্যাদির সর্গ।

উপাখ্যান।
কাল্পনিক কাহিনী।
রূপকথা।
পুরাকাহিনী।
মূল কাহিনীর অন্তর্গত, ক্ষুদ্রতর কাহিনী।