শ্রীকৃষ্ণ যদিও ভগবান শ্রীবিষ্ণুর অবতার, কিন্তু শ্রীকৃষ্ণের হাতে থাকা সুদর্শন চক্রটি, ভগবান শ্রীবিষ্ণুর original সুদর্শন চক্র নয় !
শ্রীকৃষ্ণের কাছে থাকা সুদর্শন চক্রটি, খাণ্ডববনদাহনে সহায়তা করার জন্য, অগ্নিদেব, বরুণদেবের কাছ থেকে নিয়ে, শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন ! সঙ্গে অবিশ্যি, 'কৌমোদকী' গদাটিও দিয়েছিলেন !
শ্রীকৃষ্ণ, অগ্নিদেব-এর কাছ থেকে, সুদর্শন চক্রটি এবং কৌমোদকী গদা, উপহার হিসাবে, পেয়েছিলেন !
খাণ্ডববন দহনের আগে পর্যন্ত, কিন্তু, শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র ছিল না !
তাহলে খাণ্ডববন দহনের পূর্ব পর্যন্ত, কৌমোদকী গদাও, শ্রীকৃষ্ণের হেফাজতে ছিল না !