শ্রীশ্রীচণ্ডিকার অর্গলাস্তোত্র ( গদ্য )
শ্রীশ্রীচণ্ডিকার অর্গলাস্তোত্রের, প্রায় প্রত্যেক মন্ত্রেরই, প্রথম অর্ধে আছে, শ্রীশ্রীচণ্ডিকার বিভূতি বর্ণনা !
শ্রীশ্রীচণ্ডিকার, অর্গলাস্তোত্রের, প্রায় প্রত্যেক মন্ত্রেরই, শেষ অর্ধে আছে, শ্রীশ্রীচণ্ডিকার কাছে প্রার্থনা !
যেমন
"রূপং দেহি"
"জয়ং দেহি"
"যশো দেহি"
"দ্বিষো জহি"
"দেহি সৌভাগ্যমারোগ্যম্"
"পত্নীং মনোরমাং দেহি"
ইত্যাদি ইত্যাদি !
এগুলো সবই, জাগতিক কামনা বাসনা !
ঐ প্রার্থনাগুলির মধ্যে, পুরুষদের ক্ষেত্রে, সব চাইতে বড় প্রার্থনা, " পত্নীং মনোরমাং দেহি " !
* সূত্র ও সংযোজনা : "স্তুতি", সোমনাথ মুখার্জী, গীতা প্রেস, গোরক্ষপুর, ভারত, পৃষ্ঠা ৫।