মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

রাস্তায় কুকুরের গু


রাস্তায় কুকুরের গু



আমাদের দেশে,  রাস্তায় রাস্তায় কুকুরের গু, যত্রতত্র পড়ে থাকে।
স্থানীয় মিউনিসিপ্যালিটির লোকজন তা পরিষ্কার করে না।
লোকে মাড়িয়ে মাড়িয়ে চলে যায়।
সারা রাস্তা ছড়ায়।
পরে শুখিয়ে যায়। ভাসমান হয়ে দিয়ে তা বাতাসে বাতাসে ভেসে যায়। প্রশ্বাসের সাথে তা শরীরে প্রবেশ করে।
তার থেকে করোনা ভাইরাস বা অন্যসব রোগ ছড়ানোর সম্ভাবনা কতটা প্রবল ?
আমাদের দেশে, ভারতবর্ষে,  রাস্তায় রাস্তায় কুকুরের গু, যত্রতত্র পড়ে থাকে।
স্থানীয় মিউনিসিপ্যালিটির লোকজন তা পরিষ্কার করে না।
মিউনিসিপ্যালিটিগুলো কি সেই ব্যবস্থা করতে পারেনা ?
পশ্চিমবঙ্গ সরকার আর কতদিন চোখ বুঁজিয়ে থাকবে ?

প্রণব কুমার কুণ্ডু



করোনা ভাইরাস


করোনা ভাইরাস



গত তিন মাসে হংকং-এ, দুটি কুকুর এবং দুটি পোষা বেড়ালের মধ্যে, করোনা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে।

আমেরিকার নিউইয়র্ক শহরের ব্রোঞ্জ চিড়িয়াখানায়, একটি চার বছর বয়সি মালয় বাঘিনীর, যার নাম নাদিয়া,  করোনা ভাইরাস পরীক্ষায়,  পজিটিভ রিপোর্ট আসে।

বেলজিয়ামে একটি পোষা বেড়ালের করোনা দেখা গেছে !

Source : dailyprojonmo.com

আমাদের দেশে কুকুর-বেড়াল থেকে, করোনা ভাইরাসের সংক্রমণ হওয়ার সম্ভাবনা কতটা প্রবল ?
মশা-মাছি থেকে ?
বাতাস মারফত ?
আর ইঁদুর-ছুঁচো, রান্না ঘরের বিভিন্ন ধরণের পোকামাকড়, আরশোলা ( তেলাপোকা ) প্রভৃতি থেকে ?

প্রণব কুমার কুণ্ডু