জন্মান্তর দেবতা মানুষ
জন্মান্তরে, সুকর্মের প্রভাবে, কোন মানুষ, দেবতায় উন্নীত হতে পারেন !
আবার দেবতাদেরও মৃত্যু হয় !
'ব্রহ্ম' কি দেবতা ?
না, দেবতাদের অনেক ঊর্ধ্বে ?
ব্রহ্মের মৃত্যু নেই !
তাহলে হিন্দুধর্ম রসাতলে যাবে !
শিব মৃত্যুর ঊর্ধ্বে !
শিবের মৃত্যু নেই !
বিষ্ণুর মৃত্যু আছে ?
না, বিষ্ণু মৃত্যুহীন ?
সম্ভবত মৃত্যুহীন !
তবে ব্রহ্মার মৃত্যু আছে !
১০০ ব্রাহ্ম বছর, ব্রহ্মার আয়ু !
শক্তিদেবতাদের, বলুন, শক্তি দেবীদের, মৃত্যু নেই !
মৃত্যু হলে, দেবতারা, ফের মানুষ হিসাবেও জন্মাতে পারেন !
আবার নাও পারেন !
বা অন্য কোন প্রাণী হিসাবে জন্মাতে পারেন ?
যদিও বলা হয়, মানুষ জন্মই শ্রেষ্ঠ জন্ম !
এই পৃথিবী কর্মভূমি !
কর্মযোগের কর্ষণ স্থান !
*ভাবনায় 'বিবেকানন্দ',পঞ্চম, ২৪।