শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭

পরমেশ্বরপদ প্রাপ্তি


পরমেশ্বরপদ প্রাপ্তি


বেদের শাস্ত্রীয় কর্মের সুষ্ঠু অনুষ্ঠান করে, তার মহান ফল, পরমেশ্বরের শ্রীচরণকমলযুগলে, সমর্পণ করে দেওয়াই, পরমেশ্বরপদ প্রাপ্তি !

সেটাই হল, সালোক্য ইত্যাদি ক্রমে পাওয়া, ক্রমান্বয়ে মুক্তি !



*শিব/১৬।

মনন


মনন



যে প্রক্রিয়া দ্বারা, ঈশ্বরের পূজা, তাঁর নামরূপ, জপ তপ, ঈশ্বরের গুণ, বিলাস ইত্যাদির, যুক্তিপরায়ণতাতে, চিত্তের যে নিরন্তর পরিশোধন,  সংশোধন, ও  পরিমার্জনা হয়, তাকে বলে  'মনন' !

মনন, সমস্ত সাধনগুলোর মধ্যে, প্রধান ও শ্রেষ্ঠ !

মনন প্রক্রিয়া, চলতেই থাকে, চলতেই থাকবে !

মহাসাধন


মহাসাধন



ঈশ্বরের নাম গুণ লীলা ইত্যাদি তত্ত্ব শ্রবণ, এটিই প্রথম সাধন !

ঈশ্বরের গুণ কীর্তন, এটি দ্বিতীয় সাধন !

এবং মন দ্বারা ঈশ্বরের মনন, এটিতে, মননের সিদ্ধি ঘটায় ! এটি তৃতীয় সাধন !

একত্রে, প্রথম সাধন, দ্বিতীয় সাধন, তৃতীয় সাধন, একসাথে করলে,  সেইটি  মহাসাধন !



*শিব/১৬।

মামদো


মামদো



মামদো।
প্রেতযোনিতে পরিণত মুসলমান !
বিশেষণে
মোহাম্মদীয় মুসলমান !
আরবিতে
মোহাম্মদ + বাং. ঈয় =  মোমাম্মদীয় !
তুলনায়
মামুদ + ঈয় !

মামদো। ভূতযোনিপ্রাপ্ত মুসলমানের আত্মা !
কখনো, নীল মামদো !+

মামদোবাজি !
ইয়ারকি !
ফাজলামি !



* সূত্র : সংসদ বাংলা অভিধান পৃষ্ঠা ৭০০।
+ সূত্র : বশকো/১৭৭৪।

জন্মান্তর দেবতা মানুষ


জন্মান্তর দেবতা মানুষ



জন্মান্তরে, সুকর্মের প্রভাবে, কোন মানুষ, দেবতায় উন্নীত হতে পারেন !

আবার দেবতাদেরও মৃত্যু হয় !

'ব্রহ্ম' কি দেবতা ?

না, দেবতাদের অনেক ঊর্ধ্বে ?

ব্রহ্মের মৃত্যু নেই !

তাহলে হিন্দুধর্ম রসাতলে যাবে !

শিব মৃত্যুর ঊর্ধ্বে !

শিবের মৃত্যু নেই !

বিষ্ণুর মৃত্যু আছে ?

না, বিষ্ণু মৃত্যুহীন ?

সম্ভবত মৃত্যুহীন !

তবে ব্রহ্মার মৃত্যু আছে !

১০০ ব্রাহ্ম বছর, ব্রহ্মার আয়ু !

শক্তিদেবতাদের, বলুন, শক্তি দেবীদের,  মৃত্যু নেই !

মৃত্যু হলে, দেবতারা, ফের মানুষ হিসাবেও জন্মাতে পারেন !

আবার নাও পারেন !

বা অন্য কোন প্রাণী হিসাবে জন্মাতে পারেন ?

যদিও বলা হয়, মানুষ জন্মই শ্রেষ্ঠ জন্ম !

এই পৃথিবী কর্মভূমি !

কর্মযোগের কর্ষণ স্থান !



*ভাবনায়  'বিবেকানন্দ',পঞ্চম, ২৪।

চটি জুতো







চটি জুতো


Pranab Kumar Kundu


Pranab Kumar Kundu


শুধু হাওয়াই চটি নয়,যে কোন রকমের চটি, হাঁটাচলায় অসুবিধা সৃষ্টি করে !

Locomotor system-এর ওপর বিরূপ প্রতিক্রিয়া ঘটায় !

Gait-এর পরিবর্তন ঘটায় !

শিরদাঁড়া থেকে, পায়ের পাতা পর্যন্ত, নানান ধরণের সমস্যার সৃষ্টি করে !

জুতো পরতে হবে, 'টাইট' করে বাঁধা এবং হিলযুক্ত !

গোড়ালি সদর্পে মাটিতে ফেলে, হাঁটতে হবে !

তাতে পায়ের 'মাসলগুলো' এবং শিরদাঁড়ার নিম্ন ভাগ পর্যন্ত মাসলগুলোর ব্যায়াম হবে !

কে শুনবে ?

বয়স বাড়লে বুঝবে !

পরে পস্তাবে !