মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

বঙ্গীয় সাহিত্য পরিষৎ

আমি জানিনা, তাই জানতে ইচ্ছা করে, 'বঙ্গীয় সাহিত্য পরিষৎ'-এর কতগুলি 'শাখা' পশ্চিমবঙ্গে আছে ?

নৈহাটিতে তো একটা আছে ! পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় আছে ?

'মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর জন্মোৎসব' পালনের যে আমন্ত্রণ লিপিটি করা হয়, তাতে, 'হরপ্রসাদ'-এর যে ছবিটি ব্যবহার করা হয়, তা কিন্তু 'স্পষ্ট' নয় !

এখন ইনটারনেটের সৌজন্যে, হরপ্রসাদ শাস্ত্রীর ভালো ছবি পাওয়া যায় !

তবে পরিবর্তন করছেন না কেন ?

এত 'গয়ংগচ্ছ' ভাব কেন ?

ভালো স্পষ্ট ছবি দেওয়ার জন্য আমার অনুরোধ রইল।

ঐ আমন্ত্রণ লিপিতে, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, নৈহাটি শাখার,  কোন ঠিকানা, ফোন নম্বর, মোবাইল নম্বর, ইমেল ঠিকানা দেওয়া হয় না কেন ?

নাকি ! 'বঙ্গীয় সাহিত্য পরিষৎ'-এর নৈহাটি শাখার কোন অফিস নাই !

বাড়িতে বাড়িতেই, 'শাখা অফিস' খুলে কাজ করা হচ্ছে !

জানি না,  সঠিক ব্যাপারটা কি ?

'বঙ্গীয় সাহিত্য পরিষৎ', কবে 'পশ্চিমবঙ্গীয়' সাহিত্য পরিষৎ হবে ?

দেশ ভাগ সেই কবেই হয়ে গেছে !
এখনো, 'বঙ্গীয় সাহিত্য পরিষৎ', 'পশ্চিমবঙ্গীয় সাহিত্য পরিষৎ' হতে পারল না ?

আপনাদের 'রেজিস্ট্রেশন', কতদিন 'রিনিউ' করা হয় নি ?
তখন নাম নিয়ে প্রশ্ন ওঠে নি ?

আপনাদের মূল অফিসের 'ই-মেল' ঠিকানাটা চাই।
জানাবেন ?

নাকি, আপনাদের কোন 'ই-মেল' ঠিকানা নাই !

'বঙ্গীয় সাহিত্য পরিষৎ', কলকাতার মূলকেন্দ্রের, দৃষ্টি আকর্ষণ করছি।

নৈহাটিতে হরপ্রসাদ শাস্ত্রীর জন্মোৎসব

নৈহাটিতে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী'র জন্মোৎসব পালিত হল, ৬ই ডিসেম্বর ২০১৬, মঙ্গলবার, সকাল ৯-১৫ মিনিট থেকে সাড়ে এগারোটা পর্যন্ত, সেন্ট লুক্ ডে স্কুলে।

উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন, শ্রী তাপস চট্টোপাধ্যায়।

মঙ্গলাচরণ করেন, শ্রী নরেন্দ্রনাথ ভট্টাচার্য।

বক্তব্য রাখেন, বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর নৈহাটি শাখার সম্পাদক, শ্রী অচয়চরণ দে, ও, সভাপতি, শ্রী রতন কুমার নন্দী।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিশিষ্ট প্রাবন্ধিক, ড. গৌতম রায়।

পৌরোহিত্য করেন, ড. সুচিত্রা ( রায় ) আচার্য। তিনি হরপ্রসাদের সৃষ্টিমূলক কাজের ওপর খুবই তথ্যপূর্ণ বক্তব্য রাখেন। তাঁর উপস্থাপনা সকলের প্রশংসা পায়।

অনুষ্ঠানে আমন্ত্রিত শ্রোতা-দর্শকদের মিষ্টিমুখ করানো হয়।