মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

পাঞ্জাব-হরিয়ানা


পাঞ্জাব-হরিয়ানা

বিজন ব্যানার্জির, ৫/৬/২০১৮ তারিখের ফেসবুকের লেখা থেকে, শেয়ার করেছেন         প্রণব কুমার কুণ্ডু



গুরু নানক বলতেন, ঈশ্বর এক এবং তিনি নিরাকার। তিনি হিন্দুদের জন্মগত জাতিভেদ প্রথা ও মূর্তিপূজাকে অস্বীকার করেন। শিখদের সবচেয়ে পবিত্র গ্রন্থ হলো গ্রন্থসাহেব। ১৯৪৭ সালে পাকিস্থান হওয়ার সময় বাংলার মতো পাঞ্জাবও হয় বিভক্ত। পাঞ্জাবের হিন্দু ও শিখরা যোগ দেয় ভারত রাষ্ট্রে। আর মুসলিম প্রধান পশ্চিম পাঞ্জাব যোগ দেয় পাকিস্তানে। কিন্তু ভারতের পাঞ্জাবে (পূর্ব পাঞ্জাবে) শুরু হয় শিখ ও পাঞ্জাবি হিন্দুদের মধ্যে প্রবল বিরোধ। ভারতের পাঞ্জাবকে দু’টি ভিন্ন প্রদেশে বিভক্ত করা হয় ১৯৬৬ সালে। শিখপ্রধান ভারতীয় পাঞ্জাবের নাম থাকল পাঞ্জাব। অন্য দিকে সাবেক হিন্দুপ্রধান পাঞ্জাবের নামকরণ করা হয় হরিয়ানা, যা হর সাবেক পাঞ্জাবের দক্ষিণ-পূর্ব ভাগে অবস্থিত। একপর্যায়ে শিখরা হতে চেয়েছিল স্বাধীন ।